/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/ali-fazal-feature.jpg)
আলি ফজলের ব্যক্তিগত মূহুর্তের ছবি লিক অনলাইনে।
সাইবার ক্রাইমের শিকার হলেন পাক অভিনেতা আলি ফজল। বলিউড থেকে হলিউডে অবাধে যাতায়াত করা এই পাক অভিনেতার নগ্ন ছবি ফাঁস হল সোশাল মিডিয়ায়। ব্যক্তিগত মূহুর্তের ছবির সোশালে ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন আলি ফজল নিজেই। ফাঁস হওয়া ছবিগুলি যে তাঁরই, সে কথা মেনেও নিয়েছেন ফজল। সোশাল মিডিয়ায় একটি ভিডিওতে তিনি বলেন, ''জানি না কীভাবে বলব। ছবিগুলো লিক হয়েই গিয়েছে...হ্যাঁ ওগুলো আমারই ছবি। এছাড়া, বলার কীইবা থাকতে পারে। কিন্তু যে বা যারা এই কাজটা করেছে তারা অত্যন্ত নিম্মরুচির।"
আরও পড়ুন, ‘গল্লি বয়’-এর সাফল্য একা রণবীরের নয়, বুঝিয়ে দিলেন অমিতাভ
আরও পড়ুন, শচীন তেণ্ডুলকরের বায়োপিকে অভিনয় করতে চান অনিল কাপুর
ব্যক্তিগত বিষয় সামনে এলে আর কি কিছু বলার থাকতে পারে? ব্যক্তিগত মূহুর্তের ছবি ভাইরাল হওয়া বলিউডে নতুন কিছু নয়। জ্যাকি শ্রফের মেয়ে তো নিজেই অর্ধনগ্ন ছবি পোস্ট করেছিলেন। অভিনেত্রী হনসিকা মোতওয়ানের বিকিনি ছবিও ফাঁস হয়েছিল অনলাইনে। তবে এ ঘটনার শেষ দেখবেন বলে জানিয়েছেন 'ফুকরে' অভিনেতা। এ ব্যাপারে ফ্যানেদের পাশে থাকার অনুরোধও করেছেন তিনি।