/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/alia.jpg)
আলিয়া-করণ
ভুল করলেন আলিয়া? জেনে শুনেও ভুল করলেন নাকি ডাক ফেরাতে পারলেন না? করণ জোহর ডেকেছেন বলে কথা! আলিয়ার পক্ষে না বলা সম্ভব?
কফি উইথ করণের নতুন সিজন নিয়ে নানা আলোচনা। প্রথম পর্ব অন এয়ার হতেই দীপিকার গালমন্দ করতে ছাড়েননি কেউই। এমন কিছু তত্ব কথা দীপিকা শুনিয়েছেন যে রেগে আগুন বেশিরভাগ। আর এসবের হয়নি করণ জোহরকে দায়ী করছেন বেশিরভাগ। সংসারে আগুন লাগাতে যে তিনি ওস্তাদ একথাও বলছেন তাঁরা। এরই মধ্যে এক বিরাট তারকা লিস্ট প্রকাশ করেছেন করণ, যে আগামী পর্বগুলোতে যারা আসতে চলেছেন।
আলিয়া তাঁদের মধ্যে অন্যতম। যদিও বা বেশিরভাগ চেয়েছিলেন আলিয়া রণবীর একসঙ্গে আসুক। কিন্তু না, রণবীরের বেশ কাছের মানুষকেই করণ আমন্ত্রণ জানিয়েছেন সঙ্গে। সোজা ভাষায় বলতে গেলে ননদ করিনা এসেছেন আলিয়ার সঙ্গে। আর এই দৃশ্য দেখতেই আলিয়া অনুরাগীদের মধ্যে চিন্তা। নতুন সংসার দেখলেই নাকি করণের উস্কানিমূলক কথাবার্তা মনে পড়ে। তাই তো, প্রকাশ্যেই কেউ কেউ বলেন, আলিয়া? কেন? আবার কেউ কেউ বললেন... শেষে করিনার সঙ্গে কেন? আবার কারওর কথায়, বিগত সিজন গুলো দেখে আলিয়ার ভাবা উচিত ছিল।
আরও পড়ুন - পাড়ার দাদার প্রেমে পড়েছিলেন? শুনেই চরম আফসোস ইশা সাহার
যদিও, কেউ কেউ দীপিকা রণবীরের ভিডিওর কথা উল্লেখ করে বললেন, শিক্ষা হল না এদের দেখে? কিন্তু শুটিং তো কবে সম্পন্ন! এবার, বেশ কিছু এক্সাইটিং এপিসোড থাকতে চলেছে। যতদূর সম্ভব, রানী এবং কাজল একসঙ্গে আসতে চলেছেন। আবার, কেউ কেউ এমনও বলেছেন পঙ্কজ ত্রিপাঠীকে ডাকুন। কেউ বলছেন আল্লু অর্জুনের জন্য ভেবেছেন?
একদিকে, যেমন আলিয়াকে নিয়ে নানা মন্তব্য, অন্যদিকে কেউ কেউ দাবি করলেন সিদ্ধার্থ কিয়ারার একসঙ্গে আগমন হলে মন্দ হয় না। যদিও, করণ প্রকাশ্যে বলেছিলেন দর্শকদের কাদের দেখার ইচ্ছে জানাতে। তারপরও, সারা এবং অনন্যাকে একসঙ্গে দেখে রীতিমতো ক্ষুব্ধ বেশিরভাগ।