সমস্ত পরিশ্রম আজ সফল! নেপোকিড উল্লেখ থেকে কি তবে মুক্তি? আলিয়া ভাট এবং কৃতি স্যাননের ঝুলিতে জাতীয় পুরস্কার।
Advertisment
লড়াই ছিল হাড্ডাহাড্ডি। কঙ্গনা নাকি আলিয়া, নাকি কৃতি স্যানন। তবে, কয়েকবছরের প্রথাকে ভেঙে দিয়ে এবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার এর সম্মাননা আলিয়া এবং কৃতির। 'গঙ্গুবাই' এর জন্য সম্মান পেলেন আলিয়া ভাট এবং 'মিমি' ছবির জন্য সম্মাননা গেল কৃতি স্যাননের কাছে। দুই অভিনেত্রী একসঙ্গে ছিনিয়ে নিলেন জাতীয় পুরস্কার। দুজনেরই প্রথম, জাতীয় পুরস্কার।
এবার, জাতীয় পুরস্কারের ক্ষেত্রে ছন্দপতন হল বলাই যায়। কারণ, দীর্ঘ বেশ কিছু বছর ধরে কঙ্গনা রানাওয়াতই পেতেন এই পুরস্কার। যদিও, এবার আর সম্ভব হল না। বরং, কটাক্ষের যোগ্য জবাব দিলেন ভাট কন্যা।
গাঙ্গুবাই ছবির জন্য এর আগেও নানা পুরস্কার পেয়েছেন আলিয়া। অন্যদিকে, কৃতিও কম যান না। মিমি- তার জীবনে অভিনয়ের এক অন্য দিক খুলে দিয়েছে। সঞ্জয় লীলা বনশালির ছবিতে প্রথম কাজ আলিয়ার, আর তারপরেই কেল্লাফতে! দায়িত্ব আরও বাড়ল দুই অভিনেত্রীর।