scorecardresearch

Alia Bhat: গাঙ্গুবাই ছবির সেটকে আলবিদা আলিয়ার! কেন এই সিদ্ধান্ত অভিনেত্রীর

Alia Bhat: মেয়ের এই পোস্টে মন্তব্য করতে পিছুপা হয়নি মা সোনি রাজদান। তিনি লেখেন, ‘এই লেখা আমার চোখে জল এনে দিল।অবশ্যই অনবদ্য যাত্রা।‘

alia bhatt, Gangubai
ছবির এক দৃশ্যে অভিনেত্রী।

প্রতিকূলতা এবং কণ্টকদীর্ণ পথ পেরিয়ে অবশেষে সমাপ্তি গাঙ্গুবাইয়ের শ্যুটিং। রবিবার এমন দাবি করেছেন এই ছবির কেন্দ্রীয় চরিত্র আলিয়া ভাট। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালে। আর চলতি বছর জুনে প্যাক-আপ বলেন পরিচালক। কোনও ছবির শ্যুটিংয়ে দীর্ঘ দুই বছর সময় লাগে না। বড়জোর এক বছর। কিন্তু গাঙ্গুবাইয়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম কেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ আলিয়া ভাট।

এদিন এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে গাঙ্গুবাইয়ের শ্যুটিংয়ের একাধিক ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘২০১৯ সালের ডিসেম্বরে গাঙ্গুবাই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। আর এই জুন মাসে সেই শ্যুটিং শেষ হয়। মাঝের দুই বছর ছবির সেট দুটি লকডাউন।দুটি ঘূর্ণিঝড়, পরিচালক-অভিনেতার করোনা সংক্রমণ দেখেছে। অন্য ছবির মতোই এই ছবির শ্যুটিং নানা কারণে সমস্যার মুখে পড়েছে। কিন্তু এসব পেরিয়ে গত দু’বছরে আমি অনন্য অভিজ্ঞতা অর্জন করেছি।‘ দেখুন সেই পোস্ট:

সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে আলিয়া লেখেন, ‘সঞ্জয় স্যারের পরিচালনায় কাজ করা আমার ছোটবেলার স্বপ্ন। কিন্তু আমি মনে করি না সব কিছু আমার জন্য তৈরি হয়ে থাকবে। তাই গত দু’বছরে আমি এই ছবির জন্য নিজেকে তৈরি রেখেছিলাম। এই ছবির সেট ছেড়ে আমি অন্য মানুষ হিসেবে বেরোচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার সঙ্গে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ।‘

এখানেই শেষ নয়। সেই পোস্টে আলিয়া আরও জুড়েছেন, ‘একটা ছবির শ্যুটিং শেষ মানে আপনার একটা স্বত্বা শেষ হয়ে যাওয়া। আজ এই ছবির শ্যুটিংয়ের সঙ্গে আমার একটা স্বত্বা শেষ হল। গাঙ্গু আই লাভ ইউ। তোমাকে মিস করব।‘ এদিকে, মেয়ের এই পোস্টে মন্তব্য করতে পিছুপা হয়নি মা সোনি রাজদান। তিনি লেখেন, ‘এই লেখা আমার চোখে জল এনে দিল।অবশ্যই অনবদ্য যাত্রা।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhat completes the shooting of gangubai and shares memory entertainment