ইন্ডাস্ট্রির বুকে কত ঘটনাই না ঘটে। তবে, বাবা বিভ্রাট? কে কার বাবা? কে কার মেয়ে এই নিয়ে এহেন ঘৃণ্য চর্চা বিরল। কিছুদিন ধরেই আলিয়া ভাট কার সন্তান, সেই নিয়ে নানা শোরগোল। বাবা মহেশ ভাট, কিন্তু মা? পূজা ভাট?
মহেশ ভাটের প্রথম পক্ষের সন্তান পূজা ভাট এবং তাঁকে নিয়ে জোরালো চর্চা। কে কার সন্তান, সেই নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আলিয়া এবং পূজাকে কিছুটা একইরকম দেখতে? নাকি পূজা এবং মহেশ ভাটের সেই বিতর্কিত ছবি। যেটার দরুণ যত গন্ডগোল। প্রকাশ্যে চুমু খাচ্ছেন বাবা মেয়ে? যদিও, এই সমস্ত মন্তব্যকে একেবারেই ধোঁয়া দেননি পূজা। প্রকাশ্যেই জানান, আমাদের দেশে এগুলো বলা খুব সাধারণ। আমরা, বাবার সঙ্গে মেয়ে, দেওর বৌদি, এর সঙ্গে ওর সম্পর্ককে জোর করেই বাঁধিয়ে দিতে ভালবাসি। খুব অদ্ভুত এবং বোকাবোকা বিষয়টা।
কিন্তু, এবার আরেক মুশকিল! মহেশ ভাটের জায়গায় আলিয়ার বাবা অন্য কেউ? অন্য এক তারকাই আলিয়াকে নিজের প্রথম সন্তান বলে দাবি করছেন! এও সম্ভব? জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকার মারাত্মক ডিমান্ড দেখলে চমকে যেতে হয়। আলিয়া ভাট ইন্ডাস্ট্রিতে সকলের বেশ কাছের। শুধু অভিনেতা অভিনেত্রীদের নয়। বরং পরিচালক মহলের বেশ ঘনিষ্ঠ তিনি। এবার আরেক পরিচালকের কথায় শোনা গেল আলিয়া আমার প্রথম সন্তান, আমি কোনমতেই ওকে ছাড়তে পারব না।
তিনি করণ জোহর। পরিচালক, নিজের দুই সন্তানের থেকে কিছু কম ভালবাসেন না আলিয়াকে। তাঁর হাত ধরেই আলিয়ার বলিউড যাত্রা শুরু। শুধু তাই নয়, অভিনেতা এর আগেও জানিয়েছিলেন, নেপটিজম বাদ দিলে, আলিয়া অভিনেত্রী হিসেবে দারুণ। করণের কথায়...
আরও পড়ুন - জমানো টাকা তুলে দিতে হয়েছিল বাবার হাতে, অভাবের সংসারে দায়িত্ব শিখেছিলেন শ্রীতমা
"আলিয়া কেন অন্য কোনও চরিত্রের জন্য যদি অন্য কোনও তারকা সন্তানকে আমার পছন্দ হয় তাহলে আমি তাঁকেই কাস্ট করব। আর যদি বলেন আলিয়া। ওকে আমি পাবলিকলি এবং ব্যাক্তিগত স্তরেও খুব ভালবাসি। ও আমার প্রথম সন্তানের মত। আমি ওকে কোনওমতে ছাড়তে পারব না। আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আলিয়া। তাই, লোকে যাই বলুন, আমার কিছু যায় আসে না।"
এখানেই, শেষ নয়। করণ সবসময়ই আলিয়ার হয়ে গলা চড়ান। তাঁর বিয়েতেও করণের ভূমিকা ছিল শ্রেষ্ঠ। রণবীর কাপুর জামাই নয় বরং তাঁর সন্তানের মত। তাই তো, রকি রানীর পরিচালক বললেন, যারা খারাপ কথা বলছেন তাদের পুরোটাই নেগেটিভ। আমি তো জীবনের এক অনন্য দিন বেছে নিয়েছি, ক্রমশই উপরে উঠছি। যারা খারাপ বলছেন, তারা মঙ্গলের করার ভাবনা চিন্তা করুন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই গাঙ্গুবাই ছবির জন্য আলিয়া জাতীয় পুরস্কার পেয়েছেন। অভিনেত্রী নিজের পরবর্তী কাজের জন্য তৎপর। হলিউডে পা রেখেছেন তিনি। সেইক্ষেত্রেও তাঁর চরিত্র বেশ সফলতা পেয়েছে।