ঘটা করে পরিচারিকার জন্মদিন পালন, তবু কেক খেলেন না আলিয়া ভাট!

ভাট পরিবারে যেমন ছিমছাম অথচ খুব আন্তরিক ভাবে উদযাপন করা হল বাড়ির এক পরিচারিকার জন্মদিন। একটি নয়, দু'দুটো কেক কাটা হল রশিদা শেখের জন্মদিনে।

ভাট পরিবারে যেমন ছিমছাম অথচ খুব আন্তরিক ভাবে উদযাপন করা হল বাড়ির এক পরিচারিকার জন্মদিন। একটি নয়, দু'দুটো কেক কাটা হল রশিদা শেখের জন্মদিনে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনে খুব ছোট ছোট ঘটনাও মানুষের কাছে এসেছে অনেক বড় হয়ে। এক কথায় বলতে গেলে 'অল্পে খুশি' হতে শিখেছি আমরা। সেলিব্রিটিরাও তো দিনের শেষে আমাদেরই মতো। গ্ল্যামার জগতের ঝাঁপ বন্ধ, তাই বাড়িতেই ছোট ছোট ঘটনায় খুশি খুঁজে নিচ্ছেন বলিউডের তারকারা। ভাট পরিবারে যেমন ছিমছাম অথচ খুব আন্তরিক ভাবে উদযাপন করা হল বাড়ির এক পরিচারিকার জন্মদিন। একটি নয়, দু'দুটো কেক কাটা হল রশিদা শেখের জন্মদিনে।

Advertisment
View this post on Instagram

My dream birthday

A post shared by Rashida Shaikh (@rashidamd132) on

আরও পড়ুন, ”মম টু বি”, প্রেগনেন্সি ক্রেভিংয়ে চকোলেট প্রেমে শুভশ্রী

Advertisment

মহেশ ভাট আর সোনি রাজদান রশিদার জন্য কাটলেন হ্যাজেলনাট কেক। আর অন্য একটি ফ্লেভারের কেক কাটলেন আলিয়া, দিদি শাহিন আর বাড়ির বাকি সদস্যেরা। সোনি ভয়ে ভয়ে ছিলেন, মহেশ চেখে দেখবেন কিনা। কিন্ত শেষ রক্ষা হল। এদিকে আলিয়া আবার সবে ডায়েট শুরু করেছেন বলে শুধু কেক কাটলেন আর গান গাইলেন। কিন্তু ঠোঁটে ছোঁয়ালেন পর্যন্ত না। ধন্যি মেয়ের অধ্যাবসায়!

View this post on Instagram

I am so lucky

A post shared by Rashida Shaikh (@rashidamd132) on

তবে কিনা আলিয়ার কেক না খাওয়া নিয়ে রীতিমতো সরগরম নেটপাড়া! অনেকেই বলছেন, "যতসব দেখনদারি! কেক খাওয়া উচিত ছিল একটু হলেও"। বাকিটা আপনারাই বিচার করুন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

alia bhatt