/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/alia2.jpg)
আলিয়া-রণবীরের মনোমালিন্য?
আম্বানিদের বিয়ে যখন সেখানে নানা কিছু ঘটবেই। তারকা সমাবেশের পাশাপাশি তাঁদের সঙ্গীদের মধ্যে মনোমালিন্য এবং তাঁর ঝলক পাওয়া সবটাই থাকে শিরোনামে।
আর তারকা দম্পতিদের মধ্যে আলিয়া এবং রণবীর দুজনের নাম উল্লেখযোগ্য! তাঁর একটাই কারণ, একসঙ্গে পাবলিকের সামনে যা রঙ্গ দেখান তাঁরা, সেই নিয়ে আলোচনার থেকে বেশি সমালোচনা হয়। এবারও তাঁর ব্যতিক্রম না। আম্বানিদের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখার থেকে বেশি আলিয়ার কাকুতি মিনতি চোখে পড়ল।
দুজনেই ম্যাচিং করে পড়ে এসেছিলেন। কালো রঙের ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেল তাঁদের। কিন্তু ক্যামেরা দেখেই আড়াল হয়ে গেলেন রণবীর। যথারীতি একাই পোজ দিলেন আলিয়া। তাঁকে দেখেই পাপারাজ্জিদের চিৎকার! কেন? সকলেই বলে উঠলেন, আপনি একা কেন? রণবীর কাপুরকে ডাকুন! অতিষ্ঠ হয়ে একসময় আলিয়া বলে উঠলেন, 'আমি ডাকছি ওকে'।
আরও পড়ুন - Alia Bhatt: অভিনয়ের বিকল্প বেছে নিলেন আলিয়া, ঝোলা উজাড় করে বসলেন রাহার মা!
কিন্তু না! রণবীরের আসার নাম নেই। বরং সে পেছনে আড়ালে গিয়ে দাঁড়িয়ে কী এমন রাজকার্যে ব্যস্ত ছিলেন সেই নিয়েই উঠছে প্রশ্ন। অগত্যা আলিয়া পেছনে গিয়ে রীতিমতো তাঁকে মিনতি করতে লাগলেন। অনেক কষ্টে রাজি করাতে পারলেন আলিয়া। অবশেষে একসঙ্গে দেখা দিলেন তাঁরা। কিন্তু রণবীর তো রণবীরই। ঝট করেই আবার উবে গেলেন।
যদিও, বা পরবর্তীতে তাঁরা একসঙ্গে নাচলেন গাইলেন। সেই ভিডিও ভাইরাল। আলিয়া কোমর দোলালেন শো মি দ্যা ঠুমকা গানে। এদিকে, তাঁদের এই কান্ড কারখানা দেখে বেশিরভাগ বলছেন, আলিয়া কত চেষ্টা করছে। আবার কেউ বললেন, রণবীর ভীষণ ইগো দেখাতে ভালবাসে, সেটার সুযোগ নেয়। আবার কারওর কথায়, পর্দার আড়ালে গেলেন যে? কোনও রাজকার্য করছেন নাকি? বউ ডাকছেন তাও শুনছেন না যে...