Advertisment
Presenting Partner
Desktop GIF

‘ব্রহ্মাস্ত্র’-র ফ্লোরে রণবীর-আলিয়ার নাচ, ভাইরাল ভিডিও

অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং চলছে। শুক্রবার ভাইরাল হল রণবীর-আলিয়ার নাচের ভিডিও। এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন তারা। বারণসী ঘাটে দেখা গেল রণবীর-আলিয়াকে।

author-image
IE Bangla Web Desk
New Update
ranbir alia

বারাণসী ঘাটে একসঙ্গে পা মেলাচ্ছেন রণবীর-আলিয়া। ফোটো- ইনস্টাগ্রাম

বারাণসী ঘাটে একসঙ্গে পা মেলাচ্ছেন রণবীর-আলিয়া। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং চলছে। বিভিন্ন জায়গায় চলছে ছবির শুটিং, শুক্রবার ভাইরাল হল রণবীর-আলিয়ার নাচের ভিডিও। প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন তারা।

Advertisment

২০১১ সালে এই ছবির কথা বলেছিলেন অয়ন মুখোপাধ্যায়। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবি তৈরির সময়েই ব্রহ্মাস্ত্র’-র কথা ভেবেছিলেন তিনি। পরে পরিচালক জানিয়েছিলেন, ভিস্যুয়াল এফেক্টস টিমের আরও সময় প্রয়োজন, সেই কারণেই এই ট্রিলজির মুক্তি পিছোতে হয়েছে।

আরও পড়ুন, রজনীকান্তকে রাজনীতিতে আসতে বারণ করেছিলেন অমিতাভ

ভিডিওতে দেখা যাচ্ছে নরম্যাল লুকে রণবীর কাপুর, পাশে উজ্জ্বল রঙের লঙ জ্যাকেট ও ডেনিমে আলিয়া ভাট। ব্রহ্মাস্ত্র- ট্রিলজি হতে চলেছে। ছবিতে রণবীরের নাম শিব, যার সুপার পাওয়ার রয়েছে এবং আলিয়ার চরিত্রের নাম ঈশা (শিবের প্রেমিকা)।

আরও পড়ুন, শুভশ্রী-অঙ্কুশ শুটিং ফ্লোরে, কী করলেন দেখুন

অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, মৌনি রায় ও নাগার্জুনও রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও ফক্স স্টার স্টুডিয়োর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন প্রীতম। ছবির টাইটেল তৈরি হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার অস্ত্রের নামে। হিন্দু ধর্মানুসারে এই অস্ত্র কখনওই তার লক্ষ্যচ্যুত হয়না। আগে ছবিটা সম্পর্কে রণবীর বলেছিলেন, ”রোমান্টিক ফেয়ারীটেলের সঙ্গে অতিপ্রাকৃতিক শক্তি রয়েছে”। কিন্তু ছবিটা তৈরি হয়েছে আধুনিক যুগের প্রেক্ষাপটে।

alia bhatt ranbir kapoor
Advertisment