তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। স্টুডেন্ট অফ দ্যা ইয়ার দিয়ে শুরু করেছিলেন। তারপর, খুব একটা সমস্যা হয়নি, নিজের অভিনয় এবং চার্মের মাধ্যমে মায়ানগরীর বুকে জায়গা করে নিতে। শুধু তাই নয়, একের পর এক ব্রেকথ্রু পারফরমেন্স দিয়ে তিনি যা করেছিলেন, সেটা অনবদ্য...
অল্প বয়সের মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। আর আজ তাঁর জন্মদিনে বারবার ঘুরে আসছে, যখন রণবীর কাপুর তাঁকে জিজ্ঞেস করেছিলেন, যদি তাঁর স্বামী না চায় যে সে অভিনয় করুক? আলিয়া ভাটের মত মানুষকেও এই কথা শুনতে হয়েছিল? আর সেই প্রশ্ন করেছিলেন রণবীর নিজেই? ঘটনা ঘটেছিল অনেকদিন আগে। তখনও দুজনে প্রেমের সম্পর্কেই জড়াননি। কিন্তু, আলিয়ার কাছ থেকে যা উত্তর পেয়েছিলেন রণবীর...
রণবীর কাপুর তখন সেটেল্ড অভিনেতা। আলিয়া হাইওয়ে ছবির মাধ্যমে দারুণ ট্রেন্ড সেট করেছেন। শুধু তাই নয়, নারীকেন্দ্রিক ছবির তালিকায় হাইওয়ে কিন্তু দারুণ জনপ্রিয়। কোটি কোটি মেয়ের মনের কথা তিনি এই ছবিতে বলেছিলেন। কিন্তু, রণবীর যখন তাঁর কাছে অদ্ভুত কিছু প্রশ্ন করেছিলেন, আলিয়া কিন্তু বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই সেগুলোর উত্তর দিয়েছিলেন। আলিয়াকে রণবীর জিজ্ঞেস করেছিলেন, যে ভালবাসা নিয়ে তাঁর বক্তব্য কী? নিশ্চই তিনি কেরিয়ারের বেশি এখন কিছুতেই ইমপোর্টেন্স দিতে চান না? আলিয়া উত্তরে বলেছিলেন, আমি এরকম কোনও কথা কোনোদিন বলিনি। অন্যদিকে, যখন তাঁকে রণবীর এই কথা জিজ্ঞেস করেছিলেন, যে আদৌ এমন মানুষকে বিয়ে করবেন কিনা যার তাঁর কাজ নিয়ে আপত্তি আছে?
উত্তরে রণবীরকে আলিয়া বলেছিলেন, "না! একদমই না। তাঁর কারণ আছে। আমি সারাজীবন ধরে অভিনয় করব না। কিন্তু যে কদিন আমার মন চায়, আমি ততদিন অভিনয় করতে চাই। এবং কেউ যদি সেটাই না চায়, তাহলে তাঁর অর্থ এই যে সে আমাকেও চায় না। আপনি অন্য কিছু চান তবে, আমার মধ্যে আপনি সেই মানুষকে খুঁজে পাবেন না।"
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে তাঁরা গাঁটছড়া বাঁধেন। সেই বছরই মেয়ে রাহা আসে তাঁদের জীবনে। এখন অভিনেতা অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা অভিভাবকও বটে। বর্তমানে, তাঁরা দুজনেই অভিনয় করছেন সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে।