Alia Bhatt Birthday: হাফ বাজেটও তুলতে পারেননি, বক্স অফিস কুইন আলিয়া মুখ থুবড়ে পড়েছিলেন এই ছবিতেই...

Alia Bhatt Birthday: কেউ কেউ এমনও বলেছিলেন, যে আলিয়া স্বজন পোষণের কারণেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। যদিও বা, রাজি এবং গঙ্গুবাই ছবির পর তিনি প্রমাণ করে দিয়েছেন, যে প্রতিভার কারণেই বারবার তিনি সুযোগ পেয়ে এসেছেন।

Alia Bhatt Birthday: কেউ কেউ এমনও বলেছিলেন, যে আলিয়া স্বজন পোষণের কারণেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। যদিও বা, রাজি এবং গঙ্গুবাই ছবির পর তিনি প্রমাণ করে দিয়েছেন, যে প্রতিভার কারণেই বারবার তিনি সুযোগ পেয়ে এসেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt news- Bollywood, alia bhatt birthday

Alia Bhatt: কেন এমন হাল হয়েছিল তার? Photograph: (Instagram)

Alia Bhatt Birthday: আলিয়া ভাট নিজের দুনিয়ায় মত্ত থাকেন। কিন্তু, তাঁর থেকেও বড় কথা, নিজের কেরিয়ারে সাধারণত ফ্লপ ছবি তিনি দেননি। সবসময় চেষ্টা করেছেন, নিজের বেস্ট দিয়ে ভাল ছবি উপহার দিতে। অত্যন্ত অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন করণ জোহরের হাত ধরে। তারপর থেকে তাঁকে, নেপোকিড হিসেবে বিবেচনা করা হত।

Advertisment

কেউ কেউ এমনও বলেছিলেন, যে আলিয়া স্বজন পোষণের কারণেই এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। যদিও বা, রাজি এবং গঙ্গুবাই ছবির পর তিনি প্রমাণ করে দিয়েছেন, যে প্রতিভার কারণেই বারবার তিনি সুযোগ পেয়ে এসেছেন। কিন্তু, আলিয়া  যেমন হিট ছবির উপহার দিয়েছেন, ঠিক সেরকম তাঁকে দেখা গিয়েছে চূড়ান্ত ফ্লপ ছবি ডেলিভার করতে। আজ অভিনেত্রীর জন্মদিন। কিন্তু, কেরিয়ারের এই সময়ে দাঁড়িয়ে গতবছরই সবচেয়ে বড় ফ্লপ ছবি দিয়েছেন তিনি।

আলিয়া ভাট, যিনি ছবি নিয়ে বেশ কিছু বিষয় ফলো করে চলেন, তাঁকে দিয়ে এহেন ফ্লপ ছবি আশা করা যায়? গতবছর তাঁকে জিগরা ছবিতে দেখা গিয়েছিল। এটিও ধর্মা প্রোডাকশনের ছবি ছিল। এবং এই ছবি নিয়ে প্রথম দিকে ভুল বক্স অফিস কালেকশন ছড়িয়ে পড়লেও পরে জানা যায়, যে ছবির বাজেট পর্যন্ত পার করতে পারেনি আলিয়ার এই ছবি। ধর্মা প্রোডাকশনের কর্ণধার, করণ জোহরের সন্তানসম আলিয়া, নিজের কাজে উত্তীর্ণ হননি।

Advertisment

সেই ছবির বাজেট ছিল প্রায় ৮০ কোটি টাকা। ভাই বোনের এক গল্প নিয়ে এসেছিলেন, আলিয়া এবং বেদাঙ্গ। কিন্তু সেই গল্প একেবারেই মন ছুঁয়ে যায়নি। আলিয়া ব্রহ্মাস্ত্র থেকে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারীর মত ছবি উপহার দিয়েছেন, সেগুলো বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছে। কিন্তু জিগরা, মাত্র ৩২ কোটি আয় করেছিল। আলিয়া ভাটের ছবি হওয়ার পরেও সেই ছবি একেবারেই জায়গা করে নিতে পারেনি। এবং অভিনেত্রী জানিয়েছেন...

"আমার একটা ফিল্ম রিলিজ হয়েছিল শেষ বছরে। এবং একেবারেই ভাল করতে পারেনি। এই যে অসফলতার একটা অধ্যায়, এটাই আমায় খিদে জুগিয়েছে আরও ভাল কিছু করার। আমি এটাকেই প্রোফেশনাল চার্জ মনে করি, যে কোনো কিছুতেই যেন থেমে না থাকি।"

bollywood alia bhatt bollywood actress