/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/a1.jpg)
alia-Ranbir: কী ঘটছে আলিয়া জীবনে?
আলিয়া ভাট আবারও সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছেন। গতকাল তাঁর এবং রণবীরের সাজ আলোচনায় ছিল। এমনিও আলিয়া এখন ফ্যাশনে কামাল করছেন। তাঁর স্টাইল সবসময় পছন্দ হয় অনুরাগীদের।
আর গতকাল তো হালকা পেস্তা রঙের পোশাকে কামাল করলেন তিনি। এমনকি, তাঁর পাশাপাশি রণবীর নিজেও কম যান না। কিন্তু, আলিয়া নিজের কাজের পাশাপাশি জীবন দর্শনেও নজর দেন। জীবন নিয়ে নানা কথা বলতে দেখা যায় তাঁকে।
বিশেষ করে, নিজের সমাজমাধ্যমেও বিখ্যাত সব মনীষীদের বাণী শেয়ার করেন তিনি। আর মধ্যে দিয়ে তিনি এও বোঝান, জীবনের অর্থ তাঁর কাছে আসলে কী। আলিয়া, এবার শেয়ার করলেন আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি। তাতে লেখা...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/alia1.jpg)
প্রকৃতির গভীরে একবার তাকিয়ে দেখ, তাহলেই সবকিছুর অর্থ খুব ভালভাবে এবং সততার সঙ্গে জানতে পারবেন। এটির সঙ্গে একটি হ্যাশট্যাগ জুরেছেন তিনি। ভাল শব্দ জীবনে ভাল প্রভাব ফেলে এই গুরুত্ব বুঝে গিয়েছেন আলিয়া।
উল্লেখ্য, আলিয়া সামনে দুটি বিগ প্রজেক্টে কাজ করেছেন। হাসান বালার ছবি, জিগড়ার কাজ প্রায় শেষ। অন্যদিকে আলিয়া সঞ্জয় লীলা বানসালির ছবিতেও কাজ করবেন। যেখানে, একসঙ্গে দেখা যাবে রণবীর এবং ভিকি কৌশলকেও।