scorecardresearch

দিদি শাহিনকে ২টি ফ্ল্যাট উপহার আলিয়ার! নিজেও কিনলেন ৩৮ কোটির অ্যাপার্টমেন্ট

খুব শিগগিরিই রণবীর-রাহাকে নিয়ে শিফট করবেন নতুন বাড়িতে।

Alia Bhatt, Ranbir Kapoor, Ranbir Alia, Ranbir Alia new apartment, Alia Bhatt new Flat, Alia bhatt address, Alia bhatt sister, Shaheen Bhatt, রণবীর আলিয়া, রণবীর কাপুর, আলিয়া ভাট, আলিয়া ভাটের নতুন ফ্ল্যাট, শাহিন ভাট, শাহিন আলিয়া, কাপুর বাংলো, বলিউডের খবর
আলিয়া ভাট, শাহিন ভাট

বর্তমান সময়টা বেশ ভালই চলছে আলিয়ার। বলিউডে চুটিয়ে কাজ করার পাশাপাশি হলিউডেও পা রেখেছেন। সিনেমা, শুটের পাশাপাশি মন দিয়ে ঘরকন্নাও সামলাচ্ছেন। উপরন্তু মেয়ে রাহার জন্য এখন তাঁর ওপর গুরুদায়িত্ব। একেকটা কাজের জন্য পারিশ্রমিকও নেন মোটা। সবমিলিয়ে মোটের ওপর অভিনেত্রীর এখন দারুণ সময়। এসবের মাঝেই সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন একের পর এক। সম্প্রতি একাধিক ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট।

শোনা যাচ্ছে, নায়িকার প্রযোজনা সংস্থা এটারনাল সানসাইন প্রোডাকশনের নামে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। পশ্চিম বান্দ্রার পালি হিলের মতো জায়গায় মোট ২,৪৯৭ স্কোয়ার ফিটের বিলাসবহুল বাংলো বাড়ি। অনতিদূরেই রাস্তা পেরিয়ে নতুন কাপুর বাংলো। সেই বাড়ির কাজ এখনও চলছে। বিটাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া নাকি খুব শিগগিরি তাঁদের নতুন বাংলোয় থাকতে চলছেন।

নতুন এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে খরচ হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড-এর ৬ তলায় এরিয়াল ভিউ-সহ এই অ্যাপার্টমেন্ট। ১০ এপ্রিল রেজিস্ট্রেশনও করে ফেলেছেন আলিয়া ভাট। এদিকে ওই একই দিনে দিদি শাহিন ভাটের জন্য জুহুতে ২টো ফ্ল্যাট কেনেন তিনি।

[আরও পড়ুন: হালে পানি পেল ‘চেঙ্গিজ’, ৩ দিনেই ১ কোটির বেশি ব্যবসা করল জিতের ছবি]

আলিয়ার নতুন পালি হিল বাংলোয় ২টো পার্কিং লট রয়েছে। ফ্ল্যাটের অগ্রীম বুকিংয়ের টাকা হিসেবে তিনি ২.২৬ কোটি টাকা দিয়েছেন। আর স্ট্যাম্প কিনতে খরচ হয়েছে ৩০ লক্ষ টাকা। উপরন্তু দিদিকেও এমন বিলাসবহুল উপহার। যে ফ্ল্যাট দুটোর কার্পেট এরিয়া ২,০৮৬। প্রসঙ্গত, বর্তমানে মেয়ে রাহাকে নিয়ে রণবীর-আলিয়া বাস্তু নামে এক অ্যাপার্টমেন্টে থাকেন। যেখানে গতবছর এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। এই বাড়িতেই মেয়ে রাহার গৃহপ্রবেশ হয়। এবার পালি হিলের নতুন বাংলোয় শিফট করবেন রণবীর-আলিয়া।

প্রসঙ্গত, একদিকে আলিয়া ভাট যেমন বলিউডে চুটিয়ে সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। ঝুলিতেও একাঝিক বিগ বাজেট সিনেমা। অন্যদিকে হলিউডেও এখন কাপুর-বধূর বন্ধু-সংখ্যা নেহাত কম নয়। ওয়ান্ডার ওউম্যান গ্যাল গ্যাডট-এর সঙ্গে নতুন সিনেমার শুট করেছেন। এখন শুধুই মুক্তির প্রতীক্ষা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt buys apartment for rs 38 cr gifts two apartments to sister shaheen