চারিদিকে শুধুই আরআরআর উন্মাদনা। ৬৭২ কোটি হাঁকিয়ে গ্রাফ এখন ক্রমশই ঊর্ধ্বমুখী। দুই দক্ষিণী অভিনেতা তো বটেই সঙ্গে আলিয়া ( Alia Bhatt ) এবং অজয় দেবগণ ( Ajay Devgan ) - উত্তেজনা সাংঘাতিক। আলিয়া এই প্রথম দক্ষিণের ছবিতে অভিনয় করলেন, গাঙ্গুবাঈ-এর সঙ্গেই সমানতালে এই ছবিরও প্রমোশন করেছেন তিনি, তবে বেশ কদিন ধরেই গুজব এমনই, আরআরআর প্রমোশনের অনেক ছবি, পোস্ট নাকি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করেছেন তিনি? প্রশ্ন উঠছিল, তবে কি এই দলের সঙ্গে কাজ করে তিনি খুশি নন? মনোমালিন্য চলছে - হাজারো প্রশ্নের জবাব দিলেন আলিয়া নিজেই।
মৌনতা ভেঙেই, ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা, "এই কদিন ধরে নানান গুজব শুনছি, আরআরআর সিনেমার পোস্ট ডিলিট করার পেছনে নাকি আমার ক্ষোভ এবং অপ্রত্যাশিত কোনও ঘটনা লুকিয়ে আছে? ঘটনা প্রসঙ্গেই যথেষ্ট হতাশ হয়েছেন আলিয়া। বললেন, আমি আন্তরিক ভাবে অনুরোধ করছি ইনস্টাগ্রামের গ্রিড দেখেই নিজেদের মনগড়া কিছু বানিয়ে নেবেন না, আমি সবসময়ই পুরনো পোস্ট ডিলিট করতে থাকি, যাতে বেশি ছবি একসঙ্গে জড়ো না হয়।"
এখানেই শেষ নয়! আলিয়া বললেন, "আমি শুধু একটি কারণেই এই ঘটনার প্রসঙ্গে কথা বলছি। রাজামৌলি স্যার এবং অন্যান্যদের এত বছরের প্রচেষ্টা, পরিশ্রম যাতে বিফলে না যায়। তাদের স্বার্থে আমি কোনওরকম ভুল তথ্য মেনে নিতে নারাজ!"
আরআরআর এর সদস্যদের প্রতি তার ভালোবাসা এবং আবেগ প্রদর্শন করতেও ভুললেন না অভিনেত্রী। এই দলের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেন আলিয়া। সীতার চরিত্রও তার বেজায় পছন্দের। সঙ্গেই পরিচালক রাজামৌলী এবং দুই সহ অভিনেতা এন টি আর, ও রামচরণের সঙ্গে কাজ করতে পেরেও খুবই খুশি তিনি। এই অভিজ্ঞতা ভোলার নয়, আলিয়ার প্রতি লাইনেই ফুটে উঠেছে এই ছবির প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা।