Alia Bhatt At Clinic: রণবীর কাপুর ও আলিয়া ভাটের জীবনে নতুন অতিথি আগমনের গুঞ্জনটা বেশ অনেকদিনের। জয় শেট্টির পডকাস্টে এসে আলিয়া জানিয়েছিলেন,মেয়ের নামের সঙ্গেছেলের জন্যও একটা নাম ঠিক করে রেখেছেন। কিন্তু, সেটা সময় এলে খোলসা করবেন। এই বক্তব্যের রেশ টেনেই শুরু হয় রাহার জন্য খেলার সঙ্গী আনছেন রণলীয়া। চর্চা উসকে Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, খুব শীঘ্রই সন্তানদের নামে ট্যাটু করাবেন।
প্রসঙ্গত, রণবীরের কাছে জানতে চাওয়া হয়েছিল আর কোনও ট্যটু করানোর পরিকল্পনা আছে কিনা। উত্তরে অভিনেতা বলেছিলেন, 'এই মুহূর্তেই নয়। তবে খুব শীঘ্রই করাব। তবে কী করাব জানি না। হয়ত আমার সন্তানদের নামে ট্যাটু করব।' তারকা দম্পতির ইঙ্গিতপূর্ণ কথাই এবার সত্যি হওয়ার পালা? রবিবার বান্দ্রায় একটি ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দি মহেশ কন্যা আলিয়া ভাট।
রণবীর-আলিয়ার ভক্তরা কিন্তু, দুইয়ে-দুইয়ে চার করে ফেলেছেন। সাদা পোশাক আর রোদচশমা পরে গাড়ির ভিতর বসে আছেন মিসেস কাপুর। কাঁচ বন্ধ গাড়ির বাইরে সেলেব পাপারাজ্জিদের ভিড়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ মনে করছে শীঘ্রই সুখবর দেবেন রণবীর ঘরণী। ২০২২-এর ৬ নভেম্বর রণবীর-আলিয়ার জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান রাহা। দেখতে দেখতে দু'বছর বয়স হয়ে গেল রণলীয়ার একমাত্র কন্যের। গুটি গুটি পায়ে রাহা একটু বড় হতেই এবার দ্বিতীয় সন্তানের পদধূলি পড়বে কাপুর পরিবারে?
সত্যিই রণবীর -আলিয়ার জীবনে এবার 'হাম দো অউর হামারে দো' প্রবাদটাই সত্যি হতে চলেছে? সে তো সময়ই বলবে। ছোট্ট রাহা কিন্তু পাপারাজ্জিদের খুবই ফেভারিট। কিন্তু, মেয়েকে লাইমলাইট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। সোশ্যাল মিডিয়া থেকেওলিটল প্রিন্সসের মুখ দেখা যাচ্ছে এমন সব ছবি সরিয়ে ফেলেছেন। গ্ল্যামার দুনিয়া থেকে আপাতত দূরেই রাখবেন তারকা মম আলিয়া ভাট। সইফ আলি খানের উপর হামলা হওয়ার পর সন্তানদের নিরাপত্তার স্বার্থে করিনাও জেহ-তৈমুরের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছেম। সেই পথেই হেঁটেছেন আলিয়াও।