আলিয়া আবারও বাঙালি চরিত্রে অভিনয় করছেন। শুধু তাই নয়, এবার তাঁর বাবা মায়ের চরিত্রেও রয়েছেন টোটা চূর্ণী। ছবিতে বাংলা ভাষা এবং বাংলা ডায়লগ ঘিরে রয়েছেন বিতর্ক। ফিল্ম সেন্সর বোর্ডের তরফে বাদ দেওয়া হয়েছে বেশ কিছু ডায়লগ। আলিয়ার কাছে প্রশ্ন যেতেই আমতা আমতা করলেন...
Advertisment
গতকাল সূত্রের খবর, লোকসভা - মমতা দিদির মত শব্দ বাদ দেওয়া হয়েছে এই ছবি থেকে। প্রায় ৩ ঘণ্টার কাছাকাছি এই ছবি। আবার রেখে দেওয়া হয়েছে অনেক বিতর্কিত দৃশ্যপট। আলিয়া বলেন, "যেগুলো বাদ গিয়েছে, সেটা গিয়েছে। তাঁর মানে এটা না, যে ছবিতে অসম্ভব কিছু মিস রয়েছে। সিনেমাটা নিদারুণ ভাবে এগিয়েছে। আমার মনে হয়, সকলের কাছে ফ্ললেস লাগবে। স্মুথ লাগবে এই ছবিটা।"
পরনে লাল গোলাপি রঙের শাড়ি, বাঙালি কন্যা সাজতে চেষ্টা করেছেন তিনি। স্টেজে এসেই ঝুমকা গানে নাচতে শুরু করেন আলিয়া রণবীর। তাঁর আগে, হলুদ টাক্সির সঙ্গেও শহরের বুকে ছবি তোলেন। আলিয়া এই ভয়ঙ্কর ঠান্ডায় শিফন শাড়ি পরেও নাচ করেছেন। তুম ক্যা মিলে গানে তাঁকে দেখা গিয়েছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুটিং করতে। তাই তো, রণবীর বললেন, "আলিয়া একজন মাস্টারপিস। ও দারুণ লিডার।"
আলিয়ার কথায়, "আমার মনে হয়েছিল যে কাজটা যদি করতেই হয় তবে, ভালভাবে করাই জরুরি। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে কিন্তু আউটপুট আমার দারুণ লেগেছে। মনে হয়েছে আমার কাজ করা স্বার্থক। সত্যি বলছি, করণের ছবিতে দারুণ মজা হয় কাজ করতে। আমি ফাইনালি বরফের মধ্যে শিফন শাড়ি পরে কাজ করার সুযোগ পেলাম।"