/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/raha.jpg)
আলিয়া কন্যা রাহার নতুন রূপ...
এই প্রথম মনে হয় এরম বিরল ঘটনা দেখল গোটা ভারতবাসী। আলিয়া কন্যা রাহা যাকে নিয়ে আলোচনার শেষ নেই, ফের একবার শিরোনামে সে। কেন? বাবার সঙ্গে বেশিরভাগ সময় তাঁকে দেখা যায়। আর গতকাল..
পরনে একটা সাদা রঙের টু পিস, দিন দিন যেন মায়ের মত দেখতে হয়ে যাচ্ছে তাঁকে। আলিয়ার একদম কার্বন কপি। ছোট্ট রাহা এখন আর খুব একটা পুঁচকে নেই। বরং সে গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে। বাবা মায়ের হাত ধরা ছাড়াই সে এখন নিজের পায়ে হেঁটে বেড়াতে ব্যস্ত। আর গতকাল থেকে ভাইরাল সেই ভিডিওটাই।
আগে ভাগেই ছোট্ট ছোট্ট পা ফেলে রাহা হেঁটে চলে বেড়াচ্ছে। আর সামনে এত মানুষ দেখে তাঁর বোঝার চেষ্টা যে হচ্ছেটা কী? কিন্তু রাহা এবার একদম অন্য রকম মেজাজে। সবসময় আলিয়া কন্যাকে খুব রাসভারী এবং গম্ভীর মেজাজে দেখা যায়। নয় সে মুখ বেঁকিয়ে রয়েছে, নয় সে কোনও গভীর চিন্তায় মগ্ন। তাঁকে হাসতে একদম দেখা যায় না। অনেকেই বলে থাকেন, মায়ের মতই তাঁর এক্সপ্রেশন। একটুও হাসি নেই রাহার মুখে। কিন্তু গতকাল...
নিজে যখন গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে এল সে, মুখে তাঁর হাসি। এত আনন্দে তাঁকে দেখা যায়নি। মুখ বের করে বারবার সকলকে দেখতে লাগল রাহা। আর একটু বড় হয়ে, যেন আনন্দের শেষ নেই। কারওর হাত ধরবে না সে, বরং নিজে নিজেই হাটবে। এদিকে, বাবা রনবীর সবসময় মেয়েকে নিয়ে ভীষণ প্রটেকটিভ।
একটা সময় তো পাপারাজ্জিদের বলেই দিলেন, বেশি যাচ্ছে না আসতে। দূর থেকেই যেন মেয়ের ছবি তোলেন, একথাও বলে দেন তাঁরা। আবার বাবার কোলে উঠতেই মুখ গোমড়া আলিয়া কন্যার। এই দৃশ্য নজর এড়াল না অনেকেরই। তাঁরা মজা করে বলছেন, ও! আচ্ছা, তাঁর মানে ও যখন নিজে হাঁটছে তখন খুব খুশি, আর কেউ কোলে তুললেই ও গ্রাম্পি হয়ে যায়। তখনই মুখ ভার তাঁর?
আবার কেউ কেউ যেন বিশ্বাস করতে পারছেন না যে সে এত বড় হয়ে গিয়েছে। তাঁরা বলছেন, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কী করে? আবার কেউ বলছেন, ওমা? এত খুশি ও, এই প্রথম দেখলাম। আবার কারওর কথায়, পরিবতর্ন ঘটেছে রাহার, তাই ও হাসছে।