/indian-express-bangla/media/media_files/2025/08/26/alia-2025-08-26-19-22-51.jpg)
কী লিখছেন তিনি সমাজ মাধ্যমে?
/indian-express-bangla/media/media_files/2025/08/26/a1-2025-08-26-19-23-22.jpg)
তারকা বলে কি তাঁর কোনও প্রাইভেসি নেই? নাকি তাঁদের জীবনের ওপর সকলের যত ইচ্ছা অধিকার আছে? এর আগেও বহুবার তারকারা নিজেদের প্রাইভেসি লঙ্ঘন নিয়ে নানা অভিযোগ করেছেন। সেই দলে এবার নাম লেখালেন আলিয়া ভাট নিজেও।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/a2-2025-08-26-19-23-53.jpg)
অভিনেত্রীর নতুন বাড়ির অন্দর মহল নিয়ে নানা সময় নানা খবর হয়েছে। রাহার বাবা-মা তাঁর জন্য যে নতুন বাড়ি তৈরি করছেন, সেকথা অনেকেই জানেন। তবে শেষ কিছুদিন তাঁদের নতুন বাড়ির নানা ছবি-ভিডিও ভাইরাল করা হয়েছে। আর সেকারণেই আলিয়া এবার চোটে লাল।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/a3-2025-08-26-19-24-21.jpg)
একেই তাঁর মেয়েকে নিয়ে নানা ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেকারণেই এখন রাহাকে প্রায় লুকিয়ে রাখেন। কিন্তু, নিজেদের বাসভবনের ছবি ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে কী লিখলেন তিনি?
/indian-express-bangla/media/media_files/2025/08/26/a4-2025-08-26-19-24-55.jpg)
আলিয়ার কথায়, "আমি বুঝি যে মুম্বাইয়ের মতো শহরে জায়গা সীমিত থাকে, অনেক সময় জানালা দিয়ে তাকালে অন্য কারও বাড়ি দেখা যায়। কিন্তু সেই কারণ, কাউকে এই অধিকার দেয় না যে, কারও ব্যক্তিগত বাড়ির ছবি বা ভিডিও তুলে অনলাইনে ছড়িয়ে দেবে। আমাদের বাড়ির একটি ভিডিও, যা এখনও নির্মাণাধীন, আমাদের অজান্তে এবং অনুমতি ছাড়া একাধিক প্রকাশনা সংস্থা রেকর্ড করেছে ও শেয়ার করেছে। এটি স্পষ্টভাবে আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ এবং গুরুতর নিরাপত্তাজনিত সমস্যা।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/a5-2025-08-26-19-25-14.jpg)
তিনি আরও লিখেছেন, "অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত পরিসরে ছবি বা ভিডিও তোলা কোনোভাবেই ‘কনটেন্ট’ নয়। এটি স্পষ্টতই লঙ্ঘন। এবং এটি কখনোই স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত নয়। ভাবুন তো, যদি আপনার বাড়ির ভেতরের ছবি বা ভিডিও আপনার অজান্তে সবার সামনে প্রকাশ করা হয়, আপনি কি মেনে নিতেন? আমরা কেউই নিতাম না।"
/indian-express-bangla/media/media_files/2025/08/26/a5-2025-08-26-19-25-47.jpg)
শেষে তিনি অনুরোধ করেন, "সুতরাং সবার কাছে বিনীত কিন্তু দৃঢ় অনুরোধ- এই ধরনের কনটেন্ট যদি অনলাইনে দেখেন, দয়া করে ফরওয়ার্ড বা শেয়ার করবেন না। আর যেসব মিডিয়া বন্ধু এগুলো প্রকাশ করেছেন, তাঁদের অনুরোধ করছি অবিলম্বে এগুলো সরিয়ে ফেলুন। ধন্যবাদ।"