Alia Bhatt Rides Auto: বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম মহেশ কন্যা আলিয়া ভাট। স্টুডেন্ট অফ ইয়ার দিয়ে কেরিয়ার শুরু করেন। এরপর ভিন্ন স্বাদের ছবিতে আলিয়ার অভিনয় বারবার প্রশংসিত হয়েছে। হাইওয়ে, গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির মতো অন্য ধারার ছবিতেও আলিয়ার সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে জিগরা। সিনেমা বা ব্যক্তিগত জীবন নিয়েই বারবার পেজ ৩-র খবরে জায়গা করে নেন আলিয়া ভাট। সাম্প্রতিক তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়নি বললেই চলে। কিন্তু, ট্রোল হয়েছেন বেশ কয়েকবার। কোটি টাকার বিলাসবহুল গাড়ি ছেড়ে অটোতে উঠতেই হাসির খোরাক হলেন রণবীর ঘরণী।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ঢিলেঢালা শার্ট আর প্যান্ট পরেছেন আলিয়া। মুখে মাস্ক। গাড়ি থেকে নেমে হেঁটে অটোতে উঠলেন। তাঁর টিম আলিয়াকে অটোতে তুলে দেয়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া। আলিয়ার অটো জার্নিকে অনেকেই ভাল নজরে দেখছে। কিন্তু, নেটিজেনদের একটা বড় অংশ এটিকে পাবলিসিটি স্ট্যান্ট বলে কটাক্ষ করেছে। কারও মতে, এভাবেই প্রচারের আলোয় থাকতে চান আলিয়া। যদিও এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি রণবীর ঘরণী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় আলিয়া। ডিসেম্বরের শুরুতেই অন্দরমহলের ছবি শেয়ার করেছিলেন। হাই প্রোফাইল তারকা পরিবার কাপুর ফ্যামিলিতে তো ডিসেম্বরের প্রথমদিনেই উৎসবের আমেজ। আলিয়া ভাট তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন সেই বিশেষ মুহূর্তের একটা ছোট্ট ভিডিও। সেজে উঠেছে রণবীর-আলিয়ার সুখী গৃহকোণ। কাস্টোমাইজড ক্রিসমাস ট্রি-র ভিডিও দিয়েছেন রণবীর ঘরণী।
সেখানে লেখা তিনজনের নাম অর্থাৎ রণবীর-আলিয়া-রাহা। কাপুর পরিবারে যে 'ফেস্টিভ সিজন' শুরু হয়ে গিয়েছে সে কথা তো বলার অবকাশই রাখছে না। আকর্ষণীয় সরঞ্জাম দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি-র পোস্ট করা ভিডিও-র ক্যাপশনে আলিয়া লেখেন, 'অ্যান্ড লিট আপ।' ২০২৪-এর ২৫ ডিসেম্বর রণবীর-আলিয়ার মেয়ে রাহা কাপুরের তৃতীয় ক্রিসমাস। গত বছর এই দিনেই কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চ পার্টিতে যাওয়ার সময়ই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন রণলিয়া।