/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/alia.jpg)
alia bhatt pregnancy: কেঁদে ভাসালেন আলিয়া...
আলিয়া ভাটের জীবনে অনেক পরিবর্তন! বিয়ের পর তো বদল আসেই, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে সেই তালিকা অনেক বেড়েছে। মেয়ের মা, আলিয়া এখন জীবনকে অন্য চোখে দেখেন।
একেই তো হঠাৎ করে প্রেগন্যান্সি, এমনও শোনা যায় বিয়ের আগেই অন্তঃসত্বা হন তিনি। কারণ, বিয়ের কয়েকমাসের মাথায় মা হন তিনি। তবে, প্রেগন্যান্সির খবর পেয়েই আলিয়ার যা প্রতিক্রিয়া ছিল, সেটি আজও ভোলেননি তিনি। তাহলে কি প্রস্তুত ছিলেন না?
আলিয়া জানান, এখন সকাল একদম অন্যরকম হয় তাঁর। কারণ, মেয়ে এসে তাঁর ঘুম ভাঙায়। রাহা সকালে মায়ের আগে ঘুম থেকে ওঠে। তারপরই বাবা মায়ের ঘরে হাজিরা দেয় সে। অভিনেত্রী বলেন, এখন ঘুম থেকে উঠে সবার আগে দেখি রাহা এসে জড়িয়ে ধরে। ওকে জড়িয়ে ধরতে হয়, আদর করতে হয়।
আরও পড়ুন - Sara Ali Khan: ‘আমি তো এসবের কিছুই জানতাম না…’, সারা আলি খানের পরিচয় নিয়ে উঠে এল সাংঘাতিক তথ্য!
কিন্তু মেয়ে আসার খবর যখন পেয়েছিলেন তখন কেঁদেছিলেন আলিয়া! এমনকি সেইসময় বাড়িতেও ছিলেন না তিনি। আলিয়া বলেন, "আমি তখন সেটে ছিলাম। শুটিং করছিলাম। যখন জানতে পারলাম, আমি কেঁদে ফেলেছিলাম। বুঝতে পারছিলাম না কী করব। পুরো শকে ছিলাম।"
উল্লেখ্য, এখন যদিও, অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাট লেখিকা হিসেবেও কাজ করছেন। তাঁর নতুন বই প্রকাশিত হয়েছে। কাজের ক্ষেত্রেও আলিয়াকে দেখা যাবে জিগরা ছবিতে। এছাড়াও সঞ্জয় লীলা বানসালির ছবিতে দেখা যাবে আলিয়া এবং রণবীরকে।