/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/alia.jpg)
আলিয়া ভাট। ফোটো-ইনস্টাগ্রাম
পরবর্তী ছবি 'সড়ক টু'-এর শুটিংয়ের জন্য উটিতে রয়েছেন আলিয়া ভাট। ছবির পরিচালনা করছেন মহেশ ভাট। সেই কারণেই পুরো পরিবার রয়েছে শুটিং লোকেশনে। মোটামুটি ছবির শুটিংয়ের সঙ্গে পরিবারের সঙ্গে ছুটি কাটানোও হয়ে যাচ্ছে, ফ্যামিলি ভ্যাকেশন বলা যায়। আর পাহাড় থেকে ছবি শেয়ার করছেন আলিয়া ভাট।
আলিয়া ভাট, পুজা ভাট রয়েছেন ছবিতে। সড়ক ছবির সিক্যুয়াল সড়ক টু। পোস্ট শেয়ার করে আলিয়া লিখেছেন, ''খেলতে ভুলবেন না।'' ছবিতে আলিয়ার মা সোনি রাজদান ও বোন শাহলীন দেখা গিয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দিদি পূজা ভাট ও সঞ্জয় দত্তকে। এই ছবির চিত্রনাট্য লিখছেন সদাশিব আম্রপুরকর।
View this post on Instagram.. don’t forget to play ????????
A post shared by Alia ???? (@aliaabhatt) on
ড়কের অংশ হতে পেরে আলিয়া জানিয়েছিলেন, এটা অসাধারণ সুন্দর অনুভূতি। অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই ছবিটা তাঁর কাছে স্পেশাল কারণ পরিচালকের চেয়ারে আলিয়ার বাবা। হাইওয়ে গার্ল বলেন, আমার বাবা আমায় পরিচালনা করবেন, ”এর থেকে ভাল আর কি হতে পারে। মিডিয়া বারবার আমায় জিজ্ঞেস করত কবে বাবার সঙ্গে কাজ করব! অবশেষে সেটা সত্যি হচ্ছে এবং এটা আমার কাছে ভীষণ স্পেশাল”।
View this post on InstagramBumper to bumper! ???? #vintage #ootacamund #nilgiris
A post shared by Pooja B (@poojab1972) on
ছবিতে বলিউডের জনপ্রিয় মুখেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যিশু বললেন, ”কুড়ি বছর পর ফিরছেন মহেশ ভাট। আর সেই ছবিতে আমাকে ভেবেছেন এটাই সম্মানের। স্বপ্ন সত্যি হওয়ার মতো। এত ভাল ভাল ছবি যিনি বানিয়েছেন সেই মহেশ ভাটের পরিচালনায় কাজ করতে পারব। সেই কারণেই ছবিটা করার জন্য মুখিয়ে রয়েছি।”
১৯৯১ সালে মুক্তি পেয়েছিল পূজা ভাট ও সঞ্জয় দত্তের ‘সড়ক’। সেই জনপ্রিয় ছবিরই সিক্যুয়েল ‘সড়ক টু’। সম্ভবত ২০২০ সালের মাঝামাঝি মুক্তি পাবে এই ছবি।