Advertisment

রানির কোলের শিশুকে কেড়ে নিল নরওয়ে সরকার! 'কান্না থামাতে পারছি না' প্রতিবাদ আলিয়ার

রানির দুঃখে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া ভাট। 'সান্ত্বনা' করণ জোহরের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
RANI MUKHERJEE, Mrs. Chatterjee vs Norway, Mrs. Chatterjee vs Norway trailer, Anirban Bhattacharya, Mrs. Chatterjee Rani Mukerji, Alia Bhatt, Alia Bhatt Rani Mukherjee, Karan Johar, bollywood news, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, রানি মুখোপাধ্যায়, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ট্রেলার, অনির্বাণ ভট্টাচার্য, আলিয়া ভাট, করণ জোহর, বলিউডে অনির্বাণ ভট্টাচার্য, বলিউডের খবর, টলিউডের খবর

মায়ের যন্ত্রণা অনুভব করলেন আলিয়া ভাট

নিজে একজন মা। এক ফুটফুটে রাজকন্যেকে নিয়ে তাঁর সংসার। তাই আরেক মায়ের কষ্ট যে মনে-প্রাণে অনুভব করতে পারবেন, সেটাই স্বাভাবিক। রানি মুখোপাধ্যায়ের হৃদয়বিদারক গল্প তাই কাঁদিয়ে ফেলল আলিয়া ভাটকেও। পাশে দাঁড়ালেন করণ জোহরও।

Advertisment

নরওয়েতে গিয়েই বিপাকে! রানির কোলের শিশুকে কেড়ে নিল সেদেশের সরকার। দুধের শিশুকে হারিয়ে বুকফাটা আর্তনাদ এক মায়ের কণ্ঠে। আর রানি মুখোপাধ্যায়কে এভাবে দেখে আলিয়া ভাটও কান্না থামাতে পারছেন না। রানি, আলিয়ার পারবিবারিক বন্ধু করণ জোহরও এগিয়ে এলেন এমন দুর্দিনে।

বাস্তবেই এমনটা ঘটেছে। তবে রানি মুখোপাধ্যায় অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেসে নরওয়ে'র ট্রেলার দেখেই এমন পরিস্থিতি আলিয়া ভাট, করণ জোহরদের। কিছুতেই নিজেদের থামিয়ে রাখতে পারলেন না। সন্তান হারানোর হৃদয় বিদারক কাহিনি দেখে কলম ধরলেন তাঁরাও। সিনেমার ট্রেলার দেখে বলিউড মর্দানির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ করণ। তবে আলিয়া আনুভব করলেন এক মায়ের কষ্ট।

ইনস্টাগ্রামে 'মিসেস চ্যাটার্জি ভার্সেসে নরওয়ে'র ট্রেলার পোস্ট করে আলিয়া লিখলেন, "আমি কাঁদছি! কী দুর্ধর্ষ নাড়িয়ে দেওয়া একটা ট্রেলার।" করণ জোহর লিখলেন, "বুকে হাত রেখে বলতে পারি, এযাবৎকাল এটা রানি মুখোপাধ্যায়ের সেরা পারফরম্যান্স। আমার মনে হয়, গোটা দুনিয়ার সব বাবা-মাকেই এই ছবি নাড়িয়ে দেবে। এটা তো শুধু ট্রেলার। গোটা ছবি দেখা অনেক বাকি।"

<আরও পড়ুন: বউ আলিয়া থানাপুলিশ করছেন, হুঁশ নেই রণবীরের! ‘দিল্লিওয়ালি..’র সঙ্গে উদ্দাম নাচ>

প্রসঙ্গত, বিদেশের মাটিতে এক বাঙালি দম্পতির সন্তান ফেরানোর অদম্য লড়াইয়ের কাহিনি দেখানো হয়েছে Mrs. Chatterjee vs Norway সিনেমায়। যা কিনা কলকাতার এক দম্পতির জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ২০১১ সালে নরওয়ে সরকারের বিরুদ্ধে এক মারাত্মক আইনি লড়াই লড়েছিলেন অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্য। ভারতীয়দের সংস্কৃতি এবং আর্থিক পরিস্থিতি কথা উল্লেখ করে সন্তান ঠিকভাবে মানুষ না করতে পারার কারণ দেখিয়ে তাঁদের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাঁদের দুই সন্তানকে। সেই কাহিনী নিয়েই বলিউড সিনেমা Mrs. Chatterjee vs Norway। যেখানে বাঙালি দম্পতির ভূমিকায় তুখড় অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং রানি মুখোপাধ্যায়।

rani mukherjee karan johar alia bhatt tollywood anirban bhattacharya Bollywood News Entertainment News
Advertisment