এথনিক থেকে ওয়েস্টার্ন আউটফিটে সেলেব মহল, দেখুন ফোটো গ্যালারি
বি-টাউনের ফ্যাশনের ট্রেন্ড সেট করেন তাঁরাই। তাঁদের ফ্যাশনই ফলো করে আসছেন ভক্তকূল। কখনও তাঁরা নজর কাড়েন এথনিকে কখনও বা ইস্টার্ন কখনও ওয়েস্টার্ন। চলুন দেখে নেওয়া যাক এই মাসের নজর কাড়া সেরা ড্রেসগুলি। কোথায় কার ডিজাইনে ক্যামেরাবন্দি হলেন তাঁরা, দেখুন ফোটো গ্যালারি।
সব্যসাচীর ক্রিয়েশনে আলিয়া ভাট, স্টাইলে আমি পাটেল। বলার অপেক্ষা রাখে লাল এই ডআউটফিটে বরাবরের মতোই নজর কেড়েছেন তিনি (Source: stylebyami/Instagram)
এদিন বোনের সঙ্গে লাঞ্চ ডেটে গিয়েছিলেন করিনা কাপুর খান। আর প্রতিবারের মতো এবারেও H&M লাল লেস ড্রেসে নজর কাড়লেন তিনি। সঙ্গে Mansur Gavriel-এর ব্যাগ এবং পায়ে নুড কালারের Louboutins জুতো। (Source: Instagram)
সম্প্রতি স্যোশাল মিডিয়া সামিট অ্যাওয়ার্ড শো-তে ক্যামেরাবন্দি হলেন করিনা। পরনে ছিল Atelier Zuhra-র ডিজাইন করা ড্রেস। স্টাইলে মোহিত রাই। (Source: mohitrai/Instagram)
বোনের পর এবার দিদির নজর কাড়ার পালা, কোচিতে অনুষ্ঠিত একটি ইভেন্টে সব্যসাচীর চক্রবর্তীর ডিজাইন করা একটি কালো শাড়িতে ক্যামেরা বন্দি হলেন করিশমা কাপুর, সঙ্গে সব্যসাচীর জুয়েলারি কালেকশন। স্টাইলে তানয়া ঘাবড়ি। (Source: tanghavri/Instagram)
মানেকা হরি সিঙ্ঘানির স্টাইলে, মসকিনোর অ্যাকসেসরিজ-এ একটি ইভেন্টে দেখা মিলল মালাইকা আরোরার। (Source: manekaharisinghani/Instagram)
এখন তিনি ফ্যাট টু ফিট, সম্প্রতি সঞ্জনা বাত্রার স্টাইলে পায়েল খান্ডওয়ালার ড্রেস নজর কাড়লেন পরিনীতি চোপড়া। সঙ্গে মানানসই মেকআপ। (Source: sanjanabatra/Instagram)
কফি উইথ করণে আসার পর থেকেই কয়েকদিন ধরেই সংবাদের শিরনামে ঘুড়ছেন তিনি। এবার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনে নজর কাড়লেন সারা আলি খান। সম্প্রতি তাঁর প্রথম ছবি কেদারনাথের ট্রেলার লঞ্চে এসেছিলেন তিনি। সেখানেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। (Source: saraalikhan/Instagram)
তিনি চিরকালই বলিউডের ফ্যাশন ডিভা। সম্প্রতি রহিত গান্ধী এবং রাহুল খান্নার ডিজাইন করা গ্রে অফশোলডার আউটফিটে দেখা মিলল তাঁর। স্টাইলিং-এ মোহিত রাই এবং চন্দানি জাতাকিয়া। (Source: theshilpashetty/Instagram)
জারার অনবদ্য গোল্ডেন ড্রেসে শ্রদ্ধা কাপুর। সঙ্গে মানানসই হেয়ার স্টাইল এবং মেকআপ। (Source: Varinder Chawla)
FICCI ইভেন্টে তাপসি পান্নু। পরনে ডিজাইনার পঙ্কজ রাজ এবং নিধির ডিজাইন করা আউটফিট। সঙ্গে রিটাচ দিয়েছেন তাঁর স্টাইলিস দেবকী ভাট। (Source: devkib213/Instagram)