কফি উইথ করণে আসার পর থেকেই কয়েকদিন ধরেই সংবাদের শিরনামে ঘুড়ছেন তিনি। এবার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনে নজর কাড়লেন সারা আলি খান। সম্প্রতি তাঁর প্রথম ছবি কেদারনাথের ট্রেলার লঞ্চে এসেছিলেন তিনি। সেখানেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। (Source: saraalikhan/Instagram)
