scorecardresearch

বড় খবর

রাহার সঙ্গে রাত-বিরেতে বউ আলিয়ারও আবদার! সুপারস্টার হয়েও বায়নাক্কা মেটান রণবীর

মেয়েকে ঢেঁকুর তোলানোর দায়িত্ব রণবীরের, বাকি মা আলিয়ার আবদারের অন্ত নেই!

alia bhatt, alia bhatt news, alia bhatt cinema, alia bhatt bollywood, alia bhatt actress, alia bhatt industry, entertainment news, alia bhatt entertainment news, alia in bramhastra, brahmastra boycott, indian express entertainment news, আলিয়া ভাট, আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র, new mom alia, alia bhatt transformation, alia bhatt after pregnancy, alia bhatt new life alia bhatt, alia bhatt fitness, alia bhatt news, alia bhatt update, alia bhatt, alia bhatt actress, alia bhatt new mom, alia bhatt being mother, alia loved her motherhood, alia motherhood tips
রণবীরকে দিয়ে কী কাজ করালেন আলিয়া?

একের পর এক পুরস্কার, তাঁর অভিনীত দুটি ছবিই প্রশংসিত পুরস্কারের মঞ্চে। ডার্লিং থেকে ব্রহ্মাস্ত্র ৬/৭টা পুরস্কারে ভূষিত হয়েছে ছবিগুলি। আর তাতেই আনন্দে ফুটছেন আলিয়া ভাট। শুধু একা নন বরং তাঁর সঙ্গে রাত বিরেতে টেনে তুলেছেন রণবীরকেও।

শহরে প্রমোশনে এসেছিলেন রণবীর। কলকাতায় সকলের সঙ্গে আনন্দে মেতেছিলেন অভিনেতা। এদিকে বাড়ি পৌঁছেও রেহাই নেই। আলিয়ার আবদারে শেষমেশ এই কাজ করতে বাধ্য হলেন রণবীর। গাঙ্গুবাঈ এর অনবদ্য উপস্থাপনার জন্য পুরস্কার পেয়েছেন আলিয়া। তাই সেলিব্রেশন তো হতেই হবে! রাত দুটোর সময় সোশ্যাল মিডিয়ায় ছবি তুললেন আলিয়া। আর সেই ছবি কে তুলে দিয়েছেন জানেন?

তিনি আর কেউ নন, বরং রণবীর। বউয়ের আবদার রাখতে রাত দুটোর সময় ছবি তুলে দিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া বললেন…গাঙ্গুর প্রতি প্রেম। তবে, আমার বরের কথা না বললেই নয় যে ধৈর্য ধরে রাত ২টোর সময় আমার ছবি তুলেছেন। রণবীর ও যে আর পাঁচটা স্বামীর মত আলিয়ার মনমত কাজ করছেন একথা বুঝতে বাকি নেই আর কারওর। কেউ কেউ বললেন, পেয়েছেন এমন একটা বর…আর কি!

alia bhatt, alia bhatt news, alia bhatt cinema, alia bhatt bollywood, alia bhatt actress, alia bhatt industry, entertainment news, alia bhatt entertainment news, alia in bramhastra, brahmastra boycott, indian express entertainment news, আলিয়া ভাট, আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র, new mom alia, alia bhatt transformation, alia bhatt after pregnancy, alia bhatt new life alia bhatt, alia bhatt fitness, alia bhatt news, alia bhatt update, alia bhatt, alia bhatt actress, alia bhatt new mom, alia bhatt being mother, alia loved her motherhood, alia motherhood tips

খাটুনির শেষ নেই, রণবীর যে শুধু আলিয়াকে নিয়ে ব্যস্ত এমন নয়। বরং মেয়ে রাহার প্রতিও তাঁর দায়িত্ব রয়েছে ভীষণ। খাবার পর মেয়েকে ঢেঁকুর তোলানোর দায়িত্ব যেমন রণবীরের, তেমনই মা আলিয়ার সমস্ত আবদার হাসিমুখে মেনেও নিচ্ছেন। গতবছর, দুটি ছবি রিলিজ করলেও তিনি কলকাতা প্রোমোশনে আসেন নি। তাঁর অপেক্ষ্যাছিলেন অনেকেই।

alia bhatt, alia bhatt news, alia bhatt cinema, alia bhatt bollywood, alia bhatt actress, alia bhatt industry, entertainment news, alia bhatt entertainment news, alia in bramhastra, brahmastra boycott, indian express entertainment news, আলিয়া ভাট, আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র, new mom alia, alia bhatt transformation, alia bhatt after pregnancy, alia bhatt new life alia bhatt, alia bhatt fitness, alia bhatt news, alia bhatt update, alia bhatt, alia bhatt actress, alia bhatt new mom, alia bhatt being mother, alia loved her motherhood, alia motherhood tips

সৌরভের বায়োপিকে অভিনয় করছেন রণবীর? এই অভিযোগ একেবারেই হাওয়ায় উড়িয়েছেন তিনি। তাঁর কথায়, দাদা নন বরং কিশোর কুমারের বায়োপিকে কাজ করছেন তিনি। যেই ছবি পরিচালনা করছেন অনুরাগ বসু।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt late night post husband ranbir kapoor got an appriciation