scorecardresearch

‘জঘন্য পুরো শুকনো আম..’! আলিয়াকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটপাড়ার!

‘মা হয়েও তর সইছে না…?’ অভিনেত্রীকে দেখে অবাক দর্শকেরা

alia, alia bhatt, alia ranbir, alia looks old
আলিয়াকে বুড়ি লাগছে?

বিবর্ণ, শীর্ণকায়! এ কী চেহারা বানিয়েছেন নিজের? মা হওয়ার পর থেকেই আলিয়াকে নিয়ে চর্চার শেষ নেই। তবে, এবার তাঁর এই চেহারা দেখে যেন অবাক নেটিজেনরা। কিন্তু কেন?

নিজেকে পারফেক্ট শেপ দিতেই নানান কিছু শুরু করেছিলেন অভিনেত্রী। যোগা থেকে অ্যারোবিক বাদ পড়েনি কিছুই। কিন্তু একি চেহারা বানিয়েছেন নিজের আলিয়া? মা হওয়ার পরমুহূর্তেই সিনেমায় ফেরার তাড়া…বয়স যেন ১০ বছর বেড়ে গিয়েছে। সঞ্জয় লীলা বনসালির জন্মদিনে অভিনেত্রীকে দেখতেই রীতিমতো চমকে উঠেছেন দর্শকরা।

পরনে স্যাটিন কোর্ড পোশাক এবং মুক্তোর সাজ তাঁকে অন্যমাত্রা দিলেও অভিনেত্রীর চেহারা দেখে মোটেই খুশি নন দর্শকরা। তাঁদের কথায়, এত বয়স্ক কী করে লাগছে আপনাকে? শুধু তাই নয় কেউ কেউ এমনও বলে দিলেন, বুড়ি লাগছে আপনাকে। চোখের তলায় কালি, ভঙ্গুর গাল – যেন চেনা যাচ্ছে না আলিয়াকে। সবই কি তাহলে মেকআপ দিয়ে ঢাকা? কেউ কেউ বললেন, দিন দিন মায়ের মত দেখতে হয়ে যাচ্ছে তাঁকে। অদ্ভুত লাগছে!

alia, alia bhatt, alia ranbir, alia looks old, alia bhatt trolling, alia bhatt looks

মেয়ে রাহার জন্মের পর নিজেকে নানান ভাবে সুস্থ রাখতে চেয়েছেন তিনি। খাওয়াদাওয়া থেকে শুরু করে ডায়েট, নিজেকে বেধে ফেলেছিলেন নিয়মের ঘেরাটোপে। প্রতিদিন, যোগসাধনা থেকে ব্যায়াম কখনও বা উল্টে ঝুলে থেকেছেন। আবার কখনও মাতৃত্বের গল্প শুনিয়েছেন তিনি। শরীর সুস্থ রাখার পেছনে আসলেই কি দরকার? এই নিয়েও নানান কথা বলেছেন।

উল্লেখ্য, সঞ্জয় লীলা বনসালির জন্মদিনের পরের দিনই গাঙ্গুবাই ছবির একবছর সম্পূর্ন হল। সেই নিয়েই বিরাট উত্তেজিত আলিয়া। সামনেই শুরু করবেন সিনেমার শুটিং। তাই, এক মিনিটও বিশ্রাম নেই, বরং নিজেকে বদলাতে উঠে পড়ে লেগেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt latest appearance fans said you look old