গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই চারিদিকে উন্মাদনার পারদ। দর্শকমহল আলিয়া ভাট ( Alia Bhatt ) এবং অজয় দেবগণের প্রশংসায় পঞ্চমুখ। দুই তারকার বন্ধুত্ত্ব দেখে আপ্লুত নেট দুনিয়া। অজয় দেবগণের রোল রয়েস নিজ দায়িত্বে খতিয়ে দেখলেন অভিনেত্রী।
পরনে সাদা শাড়ী, সিনেমার প্রমোশনে অজয় এবং আলিয়ার বন্ধুত্বের সম্পর্ক নজর কাড়ার মত। এর আগেও দুইজনকে একসঙ্গে দেখা গেছিল আর আর আর প্রমোশনে। আর এবার অজয়ের গাড়ি নিজ দায়িত্বে দেখলেন অভিনেত্রী, রোল রয়েস দেখে যেন আর থাকতে পারলেন না, ঝাঁপিয়ে পিরলেন অভিনেত্রী। তার এই শিশুসুলভ আচরণ দেখে আপ্লুত নেটজনতা। কেউ বলছেন, আলিয়া যে হারে বড়োলোক, উনার পক্ষে এটা কেনা অসম্ভব নয়। আবার কেউ বলছেন, দুইজনের বন্ধুত্ত্ব দেখবার মত, এটাই তো বন্ধুদের সম্পর্ক!
১৯৬০ এর মুম্বাই ভিত্তিক একটি চরিত্র গাঙ্গুবাইকে নিয়েই তৈরি এই সিনেমা। একজন মেয়ের বেঁচে থাকার লড়াই এর প্রেক্ষাপট এবং সমাজের মান্যতা নিয়েই সিনেমার গল্প বুনেছেন সঞ্জয় লীলা বানসালি। ফেব্রুয়ারিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এই সিনেমা। ২৫ শে ফেব্রুয়ারি রিলিজ করছে এই সিনেমা।