scorecardresearch

৪ মাসেই ভোল-বদল! মাতৃত্বের ভাঁজ সরিয়ে এ কোন রূপে আলিয়া?

আলিয়াকে দেখে হাঁ নেটপাড়ার দর্শকরা!

alia bhatt, alia bhatt fitness, alia bhatt news, alia bhatt update
আলিয়ার 'নিউ' ভার্সন

রাহার বয়স মাত্র ৪ মাস, কিন্তু তাতে কি! মা আলিয়ার এই নতুন রূপ দেখে ভিরমি খাওয়ার জোগাড় নেটপাড়ায়। সত্যিই কি মা হয়েছেন আলিয়া?

যখন অন্তঃসত্বা ছিলেন তখনও নিজেকে ফিট রেখেছিলেন সাংঘাতিক ভাবে। কাজ করেছিলেন প্রায় ৭ থেকে ৮ মাস প্রেগনেন্সির সময়কালে। এদিকে, মেয়ে হতে না হতেই শুরু করেছিলেন যোগা। মাতৃত্বের অনবদ্য গল্প বলেছিলেন কাপুর-বধু। তবে এবার, নিজের এহেন পরিবর্তন সামনে এনেছেন তাতেই চোখ কপালে নেটপাড়ার!

পরনে ট্রাউজার, হাই নট পনিটেল পাপারাজ্জিদের সামনে যেন এক অন্যভাবে আলিয়া। ফিট এবং ফাইন। অতিরিক্ত অজন আর নেই বললেই চলে। স্কিনের জেল্লা যেন ফেটে পরছে। বেশ কিছুদিন ধরেই নিজেকে আগের মত পারফেক্ট ফিগারে আনতে মরিয়া আলিয়া। কখনও উল্টে ঝুলে থেকেছেন আবার কখনও কঠিন ডায়েট ফলো করেছেন। কিন্তু আলিয়ার এই চোখ ধাঁধানো পরিবর্তন দেখে হাঁ অনুরাগীরা। তাঁর নিজেরা বেশ অবাক হয়েছেন। এই তো সবে মা হলেন, তারমধ্যেই এহেন পরিবর্তন!

তাঁরা বলছেন, আরেহ! এই তো সবে মা হলেন, কেউ বলবে আপনার মেয়ে ৪ মাসের মাত্র। আবার কেউ বললেন, এ নিজেই বাচ্চা এর আবার বাচ্চা আছে। আবার কেউ বললেন, বেবি মাম্মা! বয়স যেন দিনদিন কমছে আলিয়ার…মা হওয়ার পর সৌন্দর্য ঠিকরে বেরচ্ছে অভিনেত্রীর।

প্রসঙ্গত, আম হওয়ার পর নানান কিছু পরিবর্তন এসেছে আলিয়ার জীবনে। বারবার একটাই কথা তিনি বলে গিয়েছেন মা হওয়ার পর অনেকরকম বদল আসে কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না। বরং সময় নিন, নিজেকে অনেকটা শান্তভাবে কাজ করতে হবে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt looks fit and glowing fans said was she even given birth to her daughter