Alia Bhatt-Alpha: সব ছেড়েছুঁড়ে এবার জঙ্গল রাজ-মারামারি! আদিত্যর হাত ধরে মুহূর্তেই বদলে গেল আলিয়ার পরিচয়...
alia bhatt news: আদিত্য চোপড়া এবার মেয়েদের নিয়ে বানাচ্ছেন, স্পাই ইউনিভার্স। সেই খবরে শিলমোহর দিয়েছেন আলিয়া খোদ। অভিনেত্রী থাকছেন এই ছবিতে। হার্ট অফ স্টোন ছবির পর আলিয়াকে ফের একবার অ্যাকশন ছবিতে দেখা যেতে চলেছে। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন শর্বরী।
alia bhatt news: আদিত্য চোপড়া এবার মেয়েদের নিয়ে বানাচ্ছেন, স্পাই ইউনিভার্স। সেই খবরে শিলমোহর দিয়েছেন আলিয়া খোদ। অভিনেত্রী থাকছেন এই ছবিতে। হার্ট অফ স্টোন ছবির পর আলিয়াকে ফের একবার অ্যাকশন ছবিতে দেখা যেতে চলেছে। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন শর্বরী।
অনেক হল ছেলেদের মারামারি, এবার মেয়েদের নিয়েই বিরাট ভাবনা ভাবছেন আদিত্য চোপড়া! তাঁরই ঝলক মিলল, আলিয়া ভাট এবং শর্বরীর পোস্টে।
Advertisment
আদিত্য চোপড়া এবার মেয়েদের নিয়ে বানাচ্ছেন, স্পাই ইউনিভার্স। সেই খবরে শিলমোহর দিয়েছেন আলিয়া খোদ। অভিনেত্রী থাকছেন এই ছবিতে। হার্ট অফ স্টোন ছবির পর আলিয়াকে ফের একবার অ্যাকশন ছবিতে দেখা যেতে চলেছে। আর তাঁকে সঙ্গ দিচ্ছেন শর্বরী।
কিছুক্ষন আগেই, আলিয়া নিজের সোশ্যাল মিডিয়া থেকে আপলোড করেছেন সেই রিল। ছবির নাম 'আলফা'। টাইটেল অ্যানাউন্সমেন্ট এর পাশাপাশি, আলিয়াকে বেশ কিছু বলতেও শোনা গেল। অভিনেত্রী বলছেন..
গ্রীক মাইথোলজির সবচেয়ে পুরোনো শব্দ, আর আমাদের প্রোগ্রামের মটো! সবার আগে, সব থেকে ক্ষমতাবান, সব থেকে বেশি বীর। খেয়াল করে দেখবেন সব শহরে একটা জঙ্গল থাকে। আর এবার সেই জঙ্গলেই রাজ করবে - অ্যালফা... আলিয়ার কন্ঠে যেন আলাদা প্রাণ পেয়েছে এই শব্দগুলো।
ওয়ার, পাঠান এবং এক থা টাইগার সিরিজের পর এবার অ্যালফা বলবে মেয়েদের গল্প। শুধু তাই নয়, নতুন কিছু যে আসতে চলেছে সেটিও বোঝা গেল। আলিয়াকে, অনেকেই বললেন, আপনার গলাটা শুনতে দারুণ লাগছে তো। সুপার ওম্যানদের কাহিনী কামাল করে কিনা সেটাই দেখার। যদিও, আলিয়াকে দেখা যেতে চলেছে সঞ্জয় লীলা বানসালির ছবিতেও।