Advertisment
Presenting Partner
Desktop GIF

Alia Bhatt-RG Kar Murder: 'গোড়াতেই গণ্ডগোল…', আর জি কর কাণ্ডে কার দিকে ইঙ্গিত ছুঁড়লেন আলিয়া?

Alia Bhatt on RG kar death: আয়ুষ্মান খুরানা নিজেও, কবিতার মাধ্যমে একজন মেয়ের সঙ্গে হওয়া অত্যাচারের প্রতিবাদে মুখ খুলেছেন। আর আলিয়া তিনি যেন ভাবতেও পারছেন না এমন একটা ঘটনা আজও ঘটতে পারে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt on Kolkata RG kar medical college rape incident news

রাগে ফুঁসছেন আলিয়া, কী বলছেন তাঁরা?

Alia Bhatt on RG Kar Case: আর জি করে, ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আওয়াজ তুলেছেন অনেকেই। রাজ্যের পাশাপাশি দেশ তথা বিদেশে প্রতিবাদে গর্জে উঠেছেন সকলে। গতকাল মেয়েরা, রাতের দখল নিলেন। আওয়াজ তুললেন। আর সাধারণ মানুষের হয়ে মুম্বাই থেকে গলা ফাটালেন আলিয়া ভাট।

Advertisment

আয়ুষ্মান খুরানা নিজেও, কবিতার মাধ্যমে একজন মেয়ের সঙ্গে হওয়া অত্যাচারের প্রতিবাদে মুখ খুলেছেন। আর আলিয়া তিনি যেন ভাবতেও পারছেন না এমন একটা ঘটনা আজও ঘটতে পারে। অভিনেত্রী হতবাক এই ঘটনায়, নির্ভয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক ক্ষমাহীন অপরাধের সাক্ষী থাক্ল গোটা দেশ।

আলিয়া বলছেন, "আবার একটা নৃশংস ধর্ষণ! আবার প্রমাণিত হল, মেয়েরা কোথাও আজও সুরক্ষিত না। আবার আমাদের মনে করিয়ে দেওয়া হল, নির্ভয়া কাণ্ডের প্রায় এক যুগ পরেও, কিচ্ছু পাল্টায়নি। আমাদের মেয়েদের কী ভাবা উচিত বলুন? কাজের জায়গায় আমরা যেতে পারব না সুরক্ষিতভাবে? মাথায় ঘুরবে কী আমাদের বলুন তো? ভয়ঙ্কর এই ঘটনা আবারও প্রমাণ করল, মেয়েদের নিজেদের সুরক্ষার দায়ভার তাঁদের নিজেদের।"

আরও পড়ুন - Riddhi Sen-Madhumita Sarkar: ‘ন্যূনতম লজ্জা-ঘেন্না মুছে গিয়েছে এদের..’, দেশের বানান পর্যন্ত জানেন না মধুমিতা? অভিনেত্রীকে ‘অশিক্ষিত’ তকমা ঋদ্ধির…

এখানেই শেষ না। ক্ষমতাবানদের উদ্দেশ্যে বেশ কিছু আর্জি রাখলেন আলিয়া। এই বাচ্চা মেয়েটিকে তো সমাজ বাঁচাতে পারল না, কিন্তু আর যেন এমন কিছু না হয়। অভিনেত্রীর কথায়, "নারী নিরাপত্তায় ফোকাস রাখুন। মেয়েদের চারপাশের পরিবেশ এবং সুরক্ষা বলয় বাড়িয়ে তুলুন। মাথায় রাখুন, নৈতিকভাবে যেটা অপরাধ, সেরকম কিছু সমাজে ঘটছে, সেটা বর্তমান ফাংশানকে প্রভাবিত করছে। মেয়েদের প্রতি এই অন্যায় নিশ্চিত করছে, মুল ভিত্তিতেই গণ্ডগোল রয়েছে। আমাদের তলিয়ে দেখা উচিত, কিচ্ছু বদলাচ্ছে না নাহলে।"

মেয়েদের রাস্তা বদলাতে বলবেন না, অভিনেত্রীর দাবি এমনই। তাঁর সঙ্গে তিনি এও জানিয়েছেন, মেয়েরা সবসময় দারুণ কিছু দাবি রাখে, তাঁদের দাবানোর চেষ্টা করবেন না।

bollywood alia bhatt Entertainment News RG Kar Medical College
Advertisment