বাবার পরিচালনায় পর্দায় মেয়ে, সৌজন্যে সড়ক টু

পরিচালক মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করতে পারবে, এই খবরেই উচ্ছসিত আলিয়া ভাট। এবার পর্দায় আসতে চলেছে সড়কের সিক্যুয়াল। ছোটবেলায় সড়ক দেখার কথা মনে পড়ল অভিনেত্রীর।

পরিচালক মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করতে পারবে, এই খবরেই উচ্ছসিত আলিয়া ভাট। এবার পর্দায় আসতে চলেছে সড়কের সিক্যুয়াল। ছোটবেলায় সড়ক দেখার কথা মনে পড়ল অভিনেত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহেশ ভাটের জন্মদিনে ঘোষনা হল সদক টুয়ের। অভিনয়ে আলিয়া ভাট।

পরিচালক মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করতে পারবে, এই খবরেই উচ্ছসিত আলিয়া ভাট। এবার পর্দায় আসতে চলেছে সড়কের সিক্যুয়াল। ছোটবেলায় সড়ক দেখার কথা মনে পড়ল অভিনেত্রীর। নায়িকা বললেন, ''আমি খুব ছোট ছিলাম যখন ছবিটা দেখি, মাকে (সোনি রাজদান) একটি দৃশ্যে জানলা দিয়ে ছুড়ে ফেলে দিতে দেখে বিস্মিত হয়েছিলাম। ওই সিনটা দেখে তো বাবাকে টেনে এনে জানতে চেয়েছিলাম কেন করেছে এটা বাবা। মাকে ছুড়ে ফেলে দিয়েছে। ওই দৃশ্যটার জন্যই সদককে অনেকদিন সিনেমা হিসাবে ভাবতে পারিনি''।

আরও পড়ুন, প্রকাশ্যে সইফ আলি খানের নতুন ছবি বাজারের ঝলক

Advertisment

সড়ক টুয়ে অভিনয় করবেন আলিয়া ভাট। এছড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে দিদি পূজা ভাট ও সঞ্জয় দত্তকে। এই ছবির চিত্রনাট্য লিখছেন সদাশিব আম্রপুরকর। ২০ সেপ্টেম্বর মহেশ ভাটের জন্মদিনে আলিয়া ভাট ইনস্টাগ্রামে হৃদয়বিদারক একটি মেসেজে ঘোষনা করেন সড়ক টুয়ের কথা। ছবিতে দেখা যাবে মহেশ ভাটের দুই কন্যাকেই আর থাকবেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর। পরিচালনায় অবশ্যই মহেশ ভাট। সড়কের অংশ হতে পেরে আলিয়া জানান, এটা অসাধারণ সুন্দর অনুভূতি। অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই ছবিটা তাঁর কাছে স্পেশাল কারণ পরিচালকের চেয়ারে আলিয়ার বাবা। হাইওয়ে গার্ল বলেন, আমার বাবা আমায় পরিচালনা করবেন, ''এর থেকে ভাল আর কি হতে পারে। মিডিয়া বারবার আমায় জিজ্ঞেস করত কবে বাবার সঙ্গে কাজ করব! অবশেষে সেটা সত্যি হচ্ছে এবং এটা আমার কাছে ভীষণ স্পেশাল''।

সামনেই করণ জোহরের টক শো কফি উইথ করণের ষষ্ঠ সিজন শুরু হতে চলেছে। আলিয়া আসছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আসছি আমি। কেন আসব না? শোনা যাচ্ছে টক শোয়ে রণবীর কাপুরের সঙ্গে আসবেন তিনি। কার সঙ্গে আসছেন শোয়ে? উত্তরে তিনি বলেন, ‘‘মাফ করবেন...এটা বলতে পারব না।’’

bollywood movie alia bhatt