Advertisment

রণবীরের সঙ্গে এনগেজমেন্ট নিয়ে সাফ কথা বলে দিলেন আলিয়া

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে বিষয়টা এবার পাকাপাকি সম্পর্কের দিকে যাচ্ছে। বিয়ে বা এনগেজমেন্টের কথা ঠিক কতটা এগোলো, সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Alia Bhatt on her engagement rumour

আলিয়া ভাট। ছবিঃ ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে

আলিয়া বেশ স্পষ্ট কথার মানুষ। বরাবরই। বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সবচেয়ে প্রতিভাময়ী যদি কেউ থাকেন, তবে তিনি অবশ্যই আলিয়া ভাট। এই মাসেই মুক্তি পেতে চলেছে 'কলঙ্ক', আবার সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে তাঁর ছবি 'ব্রহ্মাস্ত্র'-র ফার্স্ট লুক রিলিজ হয়েছে। সব মিলিয়ে এখন আলিয়ার কেরিয়ার বেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অভিনেত্রী হিসেবেও আরও পরিণত হচ্ছেন তিনি।

Advertisment

কিন্তু সে সব বাদ দিয়ে একদলের শুধুই চিন্তা, তাঁর বিয়ে হবে কি হবে না, বা হলে কবে হবে, এনগেজমেন্ট কি হয়ে গিয়েছে লুকিয়ে লুকিয়ে ইত্যাদি ইত্যাদি। সম্প্রতি এই সব কৌতূহলের জবাব দিয়েছেন আলিয়া একটি ফিল্মি পত্রিকার সাক্ষাৎকারে।

আরও পড়ুন, নতুন নায়কের সঙ্গে রসায়ন কেমন, জানালেন স্বস্তিকা

আলিয়া সেখানে বলেছেন, ''প্রতিদিন সকালে উঠে দেখি আমার বিয়ে নিয়ে খবর বেরোচ্ছে। আমি তো মাঝে মাঝে ওকে (রণবীর) বলি যে এ সব কী হচ্ছে!  আমার মনে হয় ও বোধহয় এই সব ব্যাপারে অভ্যস্ত।''

আলিয়ার গোপনে 'রোকা' অর্থাৎ এনগেজমেন্ট হয়ে গিয়েছে বলে যে কানাঘুষো শোনা গিয়েছে, সেই নিয়েও বেশ মজা করেই উত্তর দিয়েছেন তিনি। আলিয়া বলেছেন রোকা বলতে একটা জিনিসই তিনি বোঝেন, তা হল লন্ডনের একটি রেস্তরাঁ, যা তাঁর খুবই প্রিয়।

আসলে ভক্তদেরও খুব একটা দোষ দেওয়া যায় না। রণবীর-দীপিকার বিয়ের পরে বলিউডে আরও এমন নব্য তারকা দম্পতিকে দেখার আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে তাঁদের মধ্যে। আবার নয় নয় করে বেশ অনেকগুলো সম্পর্কই পেরিয়ে এলেন রণবীর কাপুর। হয়তো ভক্তরা তাঁকে এবার সংসারী দেখতে চান।

কিন্তু তারকারা কী চান,তা বলা খুব মুশকিল। আর অতীতে এমন লুকিয়ে এনগেজমেন্ট যে হয়নি, তা তো নয়। নেহা ধুপিয়া তো চুপি চুপি বিয়েটাও সেরে ফেলে তবে জানিয়েছিলেন সবাইকে। তাই রণবীর-আলিয়াকে নিয়ে একটু জল্পনা বেড়েছে আর কী।

দুজনের মধ্যে সম্পর্ক যে ভালই দানা বেঁধেছে, সেটা বোঝা গিয়েছে বার বার। এই সাক্ষাৎকারেও রণবীরের ভূয়সী প্রশংসা করেছেন আলিয়া। তবে বিয়ে নিয়ে সম্ভবত এখনই ভাবতে চান না তাঁরা। আপাতত ঠারে ঠোরে এইটুকু বুঝেই ক্ষান্ত থাকতে হবে ভক্তদের।

bollywood alia bhatt ranbir kapoor
Advertisment