প্রেম যেন দিনদিন বেড়েই চলেছে। শুধু ক্যমেরার সামনে নয়, বরং সকলের চোখের আড়ালেও দুজনের মধ্যে এক ভীষণ মিষ্টি সম্পর্ক। প্রসঙ্গে আলিয়া এবং রণবীর।
প্রমোশন শেষ করেই মুম্বই ফিরেছেন রণবীর। তারপর? কাছের মানুষকে দেখে আলিয়ার যা উচ্ছাস, নজরে আসতেই আপ্লুত সকলে। রণবীরকে আনতে বিমান বন্দরে পৌঁছেছিলেন আলিয়া। শুধু তাই নয়, তাঁকে গাড়িতে দেখতেই মুখে হাসি ফুটল রণবীরের। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একেই ভীষণ মিস করেছেন আলিয়াকে।
মধ্যরাতে রণবীরকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলেন আলিয়া। এর আগেও যদিও এমন কিছুই ধরা পড়েছিল ক্যামেরায়। তখন অন্তঃসত্বা আলিয়া। সদ্য হলিউড ছবির শুটিং শেষ করে ফিরেছিলেন। আলিয়াকে সারপ্রাইজ দিতেই পৌঁছেছিলেন রণবীর। আর তাঁকে গাড়িতে দেখার পর, ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। জড়িয়ে ধরেছিলেন রণবীরকে। এবার ঠিক ধরা পড়ল উল্টো চিত্র। আলিয়াকে গাড়ির ভিতর বসে থাকতে দেখে রণবীর ছুটে এলেন। শুধু তাই নয়, আলিয়া যেন স্বর্গ পেলেন হাতে। পরম স্নেহে রণবীরের মাথায় হাত বুলিয়ে দিলেন।
দুজনের মধ্যে এই ভালবাসা মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। সকলেই প্রশংসায় ভরিয়েছেন আলিয়া রণবীরকে। তাদের কথায়, এভাবে যদি আজকে রাখা যায় তবে ক্লান্তিও কিছুই না তাঁর কাছে। প্রসঙ্গত, আলিয়া এবং রাহাকে ছেড়ে ভ্যালেন্টাইন্স ডে কাটালেও এবার কিন্তু একসঙ্গে সময় উদযাপনের পালা। বাবা রণবীর জানিয়েছিলেন, এবার থেকে তাঁর ভ্যালেন্টাইন মেয়ে রাহাই।