Advertisment

দীপিকাতে মুগ্ধ বলিউড, বরের প্রাক্তনকে নিয়ে গলা ফাটাচ্ছেন আলিয়া!

ভারতের গৌরব, দীপিকাতে মজেছে বলিউড!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt, deepika padukone, oscars, oscars 95, deepika at oscars

দীপিকাতে মুগ্ধ আলিয়া!

অস্কারের মঞ্চে দীপিকা পাড়ুকোন। পরনে কালো লুই ভিতো অফ শোল্ডার পোশাক, মোহময়ী বলিউড সুপারস্টার। তাঁর থেকে চোখ ফেরাতে পারছেন না অনেকেই, সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট নিজেও।

Advertisment

বরের প্রাক্তনকে নিয়ে গলা ফাটাচ্ছে আলিয়া। সেই ঘটনাই প্রকাশ্যে ঘটিয়েছেন অভিনেত্রী। দীপিকার অস্কার লুক নিয়ে মাতামাতি সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় নায়িকা আরও সম্মানিত করেছেন দেশবাসীকে। আলিয়া নিজেও যথেষ্ট উচ্ছ্বসিত দীপিকাকে নিয়ে। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই লিখলেন, এই সুন্দরী মহিলা আমাদের যেভাবে গর্বিত করছেন, বলার ভাষা নেই। কি সুন্দর লাগছে ওকে।

alia bhatt, deepika padukone, oscars, oscars 95, deepika at oscars, alia bhatt praises deepika, alia bhatt ranbir kapoor, deepika padukone oscar look, deepika oscar look viral, alia deepika, আলিয়া ভাট, দীপিকা পাডূকোন, alia bhatt bollywood, deepika padukone bollywood, RRR, RRR won, RRR oscars, RRR naatu naatu

শুধু আলিয়া একা নন, বরং কিয়ারাও সুর মিলিয়েছেন একসঙ্গে। দীপিকার অস্কার মঞ্চের ভিডিও শেয়ার করেই লিখলেন, এই সুন্দরী যা শুরু করেছেন। স্টেজ পুরো মাতিয়ে দিলেন তো। দীপিকার সাজ নজর কেড়েছে গোটা বিশ্বের। হীরে-পোখরাজের নেকলেস তাঁর সঙ্গে হালকা মেকাপ, সকলেই মন্ত্রমুগ্ধ তাঁকে দেখে।

আরও পড়ুন < Oscars 2023: ‘ভারতীয় নারীদের সম্মান বাড়িয়ে দিলেন…’, অস্কারের মঞ্চে দীপিকা, মন্ত্রমুগ্ধ কঙ্গনা! >

কথা বলতে বলতে বারবার থেমেও যাচ্ছিলেন দীপিকা। চারিদিকে সকলের উৎসাহ কম নয়। চিয়ার্স করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনেকে। এদিকে, অস্কার এসে গিয়েছে RRR এর ঝুলিতে। তারপর থেকেই, যেন উৎসব গোটা দেশ জুড়ে।

bollywood alia bhatt deepika padukone Entertainment News
Advertisment