Ranbir Kapoor-Alia: স্বপ্নপুরণ করছেন রণবীর, এক মাইল পথ হাঁটার পরিকল্পনা আলিয়ার?

Alia-Ranbir: বর্তমানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে হারে তাঁদের বিনিয়োগ বাড়ছে, তাতে করে প্রতিযোগিতা আরও বাড়ছে। শাহরুখের ছেলে, সলমন খান, আলিয়া ভাটের পর এবার রণবীর কাপুর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranbir kapoor-alia bhatt, arks

ranbir kapoor-alia: নতুন শুরু রণবীরের... Photograph: (file Photo)

বলিউডের তারকা দম্পতিদের সকলে একজোট হয়ে যা শুরু করেছেন, তাতে এবার সিনেমা ছেড়ে পুরোপুরি ব্যবসায়ী হয়ে উঠতে আর বেশি সময় নেই। এমনিও তারকারা নিজেদের কাজের পাশাপাশি বেজায় ব্যাস্ত ব্যবসায়ে। নানা দিকে তাঁরা বিনিয়োগ করতে থাকেন। 

Advertisment

কিন্তু, বর্তমানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে হারে তাঁদের বিনিয়োগ বাড়ছে, তাতে করে প্রতিযোগিতা আরও বাড়ছে। শাহরুখের ছেলে, সলমন খান, আলিয়া ভাটের পর এবার রণবীর কাপুর। সুপারস্টার নতুন ব্যবসা দিয়েছেন। সেই কোম্পানির নাম রেখেছেন, @Arks। যদিও এই নামের অর্থ কী, সেই প্রসঙ্গে তিনি কিছু জানান নি। তবে, ধারণা এমনই স্ত্রী আলিয়া, মেয়ে রাহা এবং তাঁর নামের সম্মিলিত প্রচেষ্টা এটি। 

গতকাল মুম্বাইয়ের একটি শো-রুম উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে সাদা রঙের টিশার্ট সঙ্গে একদম নতুন লুকে দেখা গিয়েছিল তাঁকে। এই নতুন ব্র্যান্ড একদম তাঁর সন্তানের মত। অনেক ভাবনা চিন্তা করে এটিকে বানিয়েছেন বলেই জানিয়েছেন তিনি। 

Advertisment

কী কী পাওয়া যাবে এই স্টোরে? 

টিশার্ট থেকে শুরু করে, হাই এন্ড শু, টেইলরড শার্ট, আরামদায়ক বেশ কিছু ট্রাউজার সবকিছুই মিলবে এই স্টোরে। সঙ্গে থাকছে ক্যাপ্স। খুব সাদামাটা ডিজাইন কিন্তু খুব আরামদায়ক কিছু নিয়েই ভেবেছিলেন রণবীর। এও জানিয়েছিলেন, অনেক দেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন, কিন্তু এনার্জি দেবে এমন ফেব্রিক বা সিম্পল কমফোর্টেবল জামা কাপড় আগে পাননি। সেই কারণেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এহেন পদক্ষেপ তাঁর। 

আলিয়া কী বলছেন? 

আলিয়া তো আগেই নিজের ব্র্যান্ড শুরু করেছিলেন। এড-এ মাম্মা বাচ্চাদের এবং নিউ মমদের বেশ পছন্দের ব্র্যান্ড। আর বরের নতুন ব্র্যান্ডের জুতো পায়ে গলিয়ে অভিনেত্রী বলছেন... এখন আমি অন্তত এক মাইল হাঁটতে পারব। অভিনন্দন আমার বেবি। তোমার স্বপ্নপূরণ হল, এগিয়ে যাও। 

ranbir kapoor Alia Bhat