Advertisment
Presenting Partner
Desktop GIF

Alia - Ranbir and SRK: দাম্পত্য কলহ তুঙ্গে? 'আমি এই বাড়িতে আর থাকব না...', আলিয়া-রণবীরের অশান্তি মেটাতে তৎপর শাহরুখ...

Alia Ranbir and SRK: শাহরুখ বসে তাঁদের সমস্যা শুনছেন। একটা সময় পর তাঁকে আলিয়া এবং রণবীরকে জিজ্ঞেস করতে শোনা গেল, যে তাঁদের বিবাহিত জীবন ঠিক কেমন চলছে? আলিয়া রনবীরকে কোনও কিছু বলার সুযোগ না...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ranbir alia-srk

SRK-Ralia: রালিয়ার সম্পর্ক শুধরাতে কী করলেন রণবীর?

রনবীর কাপুর এবং আলিয়া ভাটের মধ্যে কি কোনও কারণে অশান্তি চলছে? যে মাঝখানে গুরু হয়ে বোঝাতে বসলেন শাহরুখ খান? কিং খানকে দেখা গেল তাঁদের দাম্পত্য কলহ দুর করতে, যেখানে রণবীর সেই বাড়িতে থাকতেই নারাজ যেখানে আলিয়া রয়েছেন।

Advertisment

শাহরুখ বসে তাঁদের সমস্যা শুনছেন। একটা সময় পর তাঁকে আলিয়া এবং রণবীরকে জিজ্ঞেস করতে শোনা গেল, যে তাঁদের বিবাহিত জীবন ঠিক কেমন চলছে? আলিয়া রনবীরকে কোনও কিছু বলার সুযোগ না দিয়েই বলতে শুরু করলেন, আমি বলছি। বরফ আনতে বলেছিলাম, চলে গিয়েছে লাদাখ। ফোন করলাম তো বলছে ব্যস্ত, আবার বলে পাহাড় ডাকছে। এরপরই রণবীরকে সেই মোক্ষম কথা বলতে শোনা যায়।

অভিনেতা বলে বসেন, আমি সব করতে পারি। ঘুরতে চাই, দৌঁড়াতে চাই, শুধু এই বাড়িটায় থাকতে চাই না।" কিন্তু কেন? সেই কারণ খুঁজেও পেলেন শাহরুখ। সেই বাড়িতে নাকি সুরক্ষিত নন রণবীর। জানান, ছাদে উঠে সানসেট দেখতে গিয়েই ভেঙে ফেলেছেন তিনি। সেই কারণেই বাড়িতে সুরক্ষার অভাব দেখছেন। কিন্তু, এসব হচ্ছেটা কী? আসলে...

কোনও ব্যক্তিগত জীবনে এহেন ঘটনা ঘটেনি। বরং শাহরুখ রণবীর এবং আলিয়া তিনজনে একটি বিজ্ঞাপনের মাধ্যমে সামনে এসেছেন। যাতে দেখা যাচ্ছে, তিনজনেই তিনজনের গুরুত্বপূর্ন চরিত্রের ভূমিকায় রয়েছেন। অর্থাৎ? শাহরুখ ডাক্তার জাহাঙ্গীরের ভূমিকায়। রনবীর 'বানি'র ভূমিকায়। অন্যদিকে, আলিয়া রয়েছেন সাফিনার ভূমিকায়। এবং তিনজনের মধ্যে কথোপকথন চলছে।

এদিকে এই বিজ্ঞাপন বেশ মনে ধরেছে দর্শকদের। তিনজনকে একসঙ্গে দেখে তাঁদের আনন্দ ধরছে না। বিশেষ করে কন্সেপ্ট বেশ মনে ধরেছে তাঁদের। কিন্তু, ব্যক্তিগত জীবনে তাঁরা বেজায় সুখী। একদিকে, রণবীর ব্যস্ত তাঁর রামায়ণের শুটিংয়ে। অন্যদিকে, আলিয়া সঞ্জয় লীলা বানসালির লাভ এন্ড ওয়ার ছবিতে কাজ করছেন। এবং শাহরুখ কিং এর জন্য প্ল্যানিং করছেন।

alia bhatt Shah Rukh khan ranbir kapoor
Advertisment