/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/alia-ranbir-759.jpg)
আলিয়া ভাট ও রণবীর কাপুরের শুটিং ফ্লোরে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
'ব্রহ্মাস্ত্র' ছবির বাকি শুটিংয়ের জন্য বুলগেরিয়া ফিরেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তবে এদিন তাঁদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিশেষ অতিথিরা। বুধবার বুলগেরিয়ায় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের শুটিং ফ্লোরে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুলগেরিয়ার প্রসিডেন্ট রুমেন রাদেভও এদিন উপস্থিত ছিলেন অয়ন মুখোপাধ্যায়ের সেটে। রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সেই ছবি। প্রসঙ্গত, ইউরোপের তিনটি দেশে আটদিনের সফরে গিয়েছেন রামনাথ কোবিন্দ।
ছবিতে রণবীর কাপুরকে দেখা গেছে ব্যস্ত হয়ে খাতির করছেন রাষ্ট্রপতির। পরিচালক অয়ন মুখোপাধ্যায়, আলিয়া ভাট সহ ছবির পুরো টিম পোজ দিয়ে ছবি তুললেন রামনাথ কোবিন্দ ও রুমেন রাদেভের সঙ্গে।
President of India - Shri Ramnath Kovind paid a visit on the sets of Hindi film #Bhramastra during his trip to Sofia (Bulgaria). #RanbirKapoor, #AliaBhatt and Director #AyanMukerji were seen greeting the honourable dignitaries. pic.twitter.com/eE1IAbOzjQ
— Priya Adivarekar (@priyaadivarekar) September 6, 2018
#PresidentKovind and President Radev dropped in at the studio in Sofia where the Hindi film Brahmastra is being made. The Presidents met the Indo-Bulgarian crew and chatted about cinema as a business and cultural link between the two countries pic.twitter.com/8ApZq1gEJA
— President of India (@rashtrapatibhvn) September 5, 2018
আরও পড়ুন, আলিয়া ভাটকে পছন্দ করে রণবীর: ঋষি কাপুর
ধর্মা প্রোডাকশনের 'ব্রহ্মাস্ত্র' ছবি তিনটি পর্বে তৈরি হচ্ছে। অমিতাভ বচ্চন ও নাগার্জুনও অভিনয় করেছেন এই ছবিতে। ২০১৯ -এর অগাস্টে মুক্তি পাবে এই ছবি। মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। এই দুই অভিনেতার সম্পর্ক নিয়ে সম্প্রতি রণবীরের বাবা ঋষি কাপুর বলেন, "এটা রণবীরের জীবন। ও কাকে বিয়ে করবে সেটা ওর সিন্ধান্ত। আমি আলিয়াকে পছন্দ করি, নীতুও পছন্দ করে, রণবীর পছন্দ করে। বুঝতে পারলেন? তাই বলে, আমি জাজমেন্টাল হতে পারি না। দিনের শেষে আমি, শাম্মিজি ও শশীজি প্রত্যেকে নিজেদের জীবনসঙ্গী বেছে নিয়েছি। রণবীরও তাই করবে।"
'ব্রহ্মাস্ত্রর' পর ‘কলঙ্ক’ ছবিতে বরুন ধাওয়ানের সঙ্গে কাজ করছেন আলিয়া। জোয়া আখতারের ‘গললি বয়’ ছবিতেও রয়েছেন রণবীর সিংয়ের বিপরীতে। অন্যদিকে যশ রাজ ফিল্মসের 'শামসেরা' ছবিতে ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us