Alia-Raha: মেয়েকে ছোট থেকেই এমন শিক্ষায় বড় করছেন আলিয়া! যে নজর পড়ল তাঁর বন্ধুদেরও...
alia daughter raha: একদিকে, রণবীর যখন মেয়ের বারপ স্পেশালিষ্ট, আলিয়া তখন মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে মাহির। কিন্তু, মেয়ে একটু বড় হতে না হতেই আলিয়া ঠিক কী কী শেখাচ্ছেন মেয়েকে?
alia daughter raha: একদিকে, রণবীর যখন মেয়ের বারপ স্পেশালিষ্ট, আলিয়া তখন মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে মাহির। কিন্তু, মেয়ে একটু বড় হতে না হতেই আলিয়া ঠিক কী কী শেখাচ্ছেন মেয়েকে?
সন্তানকে বড় করতে মায়ের ভুমিকা কিন্তু সাংঘাতিক। আর আলিয়া বারবার নিজেকে প্রমাণ করে চলেছেন। মেয়ের দিকে নজর দেওয়ার পাশাপাশি মেয়েকে আর কী কী শেখাচ্ছেন আলিয়া?
Advertisment
অভিনেত্রী মা হিসেবে অনেককিছুই নিজে হাতে করেন। একদিকে, রণবীর যখন মেয়ের বারপ স্পেশালিষ্ট, আলিয়া তখন মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে মাহির। কিন্তু, মেয়ে একটু বড় হতে না হতেই আলিয়া ঠিক কী কী শেখাচ্ছেন মেয়েকে?
তাঁর বয়স এখন প্রায় দেড় বছর। বাবা মায়ের সঙ্গে নানা জায়গায় তাঁকে দেখা যায়। শুধু তাই নয়, মাঝেমধ্যে তো কাকা-মাসিদের সঙ্গেও ঘুরতে বেরচ্ছে সে। আর তাঁকে আড়ালে রাখা নিয়ে সমস্যা নেই। আর এবার তো, মেয়েকে পড়াশোনার শেখানোর আগেই তাঁকে মনুষ্যত্ব শেখাচ্ছেন আলিয়া।
সন্তানদের ছোট থেকে নানা ধরনের শিক্ষা দিয়ে থাকেন মায়েরা। তাঁদের সঙ্গে গল্প করার পাশাপাশি বই পরেও সময় কাটান। আলিয়া ঠিক তাই করলেন। অর্থাৎ, বেবি বি কাইন্ড নামক একটি বই পড়ে শোনালেন খুদে রাহাকে। আর সেও দিব্যি মায়ের কোলে বসে বই দেখতে ব্যাস্ত।
আলিয়ার এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর বন্ধু থেকে অনেকেই। তাঁরা বলছেন, রাহার থেকে সুন্দর এবং দয়ালু বাচ্ছা আর হয় না। আবার কারওর কথায়, মা এত ভাল শিক্ষা দিলে মেয়ে তো ভাল হবেই।