রেড কার্পেটে আলিয়া ভাট। আর তাঁকে দেখে উত্তেজিত হবেন না ভক্তরা, এও আবার হয় নাকি। তবে এবার সেলফি তুলতে গিয়েই বিপাকে বলি অভিনেত্রী, অনুরাগীরা বলছেন…
Advertisment
পরনে সবুজ রঙের স্লিট পোশাক, নিজের সাজ দিয়ে তিনি মন কেড়েছেন অনুরাগীদের। কিন্তু সেলফি তুলতে গিয়েই আবারও ট্রোল হলেন অভিনেত্রী। তখন পাপারাজ্জিদের আবদার একটি সেলফি তুলবেন তাঁর সঙ্গে। সেই আবদার রাখতেই এগিয়ে এলেন তিনি। তারপর? হাতের কাছে একটি ফোনও পাচ্ছেন না! সম্পূর্ণ ঘটনা নজর এড়ায়নি নেটাগরিকদের। তাঁদের কথায়, ওকে কেউ ফোন দিচ্ছে না কেন সেলফি তুলতে? আবার কেউ বলছেন, লেহ! এ তো খুব অপমান।
উল্লেখ্য, শেষ কিছুদিন ধরেই আলিয়ার চেহারা এবং লুক নিয়ে চরম শোরগোল। কেউ বলছেন তাঁকে বুড়ি লাগছে আবার কেউ বলছেন, এত প্লাস্টিক সার্জারি করালে এমন লাগবে না? মা হওয়ার পর একটুও বিশ্রাম নেন নি তিনি। যোগা, অ্যারোবিক সবকিছুর মধ্যে দিয়েই ফিরেছেন নিজের আকর্ষণীয় চেহারায়। তবে, এই পরিবর্তনকেই বাঁকা চোখে দেখছেন সকলে।