scorecardresearch

বড় খবর

‘সেলফি তুলতেও পারেন না?’ রেড কার্পেটে চরম বিপাকে আলিয়া ভাট

আলিয়ার টেক নলেজ নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা, বলছেন…

alia bhatt red carpet selfie moment actress trolled
আলিয়ার সেলফি কীর্তি

রেড কার্পেটে আলিয়া ভাট। আর তাঁকে দেখে উত্তেজিত হবেন না ভক্তরা, এও আবার হয় নাকি। তবে এবার সেলফি তুলতে গিয়েই বিপাকে বলি অভিনেত্রী, অনুরাগীরা বলছেন…

পরনে সবুজ রঙের স্লিট পোশাক, নিজের সাজ দিয়ে তিনি মন কেড়েছেন অনুরাগীদের। কিন্তু সেলফি তুলতে গিয়েই আবারও ট্রোল হলেন অভিনেত্রী। তখন পাপারাজ্জিদের আবদার একটি সেলফি তুলবেন তাঁর সঙ্গে। সেই আবদার রাখতেই এগিয়ে এলেন তিনি। তারপর? হাতের কাছে একটি ফোনও পাচ্ছেন না! সম্পূর্ণ ঘটনা নজর এড়ায়নি নেটাগরিকদের। তাঁদের কথায়, ওকে কেউ ফোন দিচ্ছে না কেন সেলফি তুলতে? আবার কেউ বলছেন, লেহ! এ তো খুব অপমান।

ডেকে ডেকে সাড়া আলিয়া। কিন্তু ফোন পাচ্ছেন না হাতে। তারপর ফোন পেতেই সে আরেক গণ্ডগোল! সেলফি তুলতে গিয়েও বিরাট সমস্যা। ক্যামেরা খুঁজে পাচ্ছেন না তিনি। বারবার এদিক ওদিক করেও সমস্যা কমছে না। ওমনি দর্শকদের মন্তব্য, সেলফি তুলতেও জানেন না? কি আশ্চর্য! পর মুহূর্তেই বন্ধুর সাহায্যে সামলে নিলেন গোটা ঘটনা। ক্যামেরা উল্টে পাল্টে জেনেই নিলেন ছবি তোলার আসল কায়দা। তারপর, সকলকে একসঙ্গে নিয়ে মুহূর্ত ফ্রেমবন্দি করলেন আলিয়া।

উল্লেখ্য, শেষ কিছুদিন ধরেই আলিয়ার চেহারা এবং লুক নিয়ে চরম শোরগোল। কেউ বলছেন তাঁকে বুড়ি লাগছে আবার কেউ বলছেন, এত প্লাস্টিক সার্জারি করালে এমন লাগবে না? মা হওয়ার পর একটুও বিশ্রাম নেন নি তিনি। যোগা, অ্যারোবিক সবকিছুর মধ্যে দিয়েই ফিরেছেন নিজের আকর্ষণীয় চেহারায়। তবে, এই পরিবর্তনকেই বাঁকা চোখে দেখছেন সকলে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt red carpet selfie moment actress trolled