করিনার পথে এবার আলিয়া, সইফকাণ্ডে আতঙ্কের জেরেই সোশ্যাল মিডিয়া থেকে রাহার ছবি সরালেন রণবীর ঘরণী?

Alia Removes Raha Pic: সোশ্যাল মিডিয়া থেকে রাহা কাপুরের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া! সইফ কাণ্ডের পর করিনাও সেলেব পাপারাৎজ্জিদের দুই সন্তানের ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই পথেই এবার হাঁটার সিদ্ধান্ত আলিয়ার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt, raha kapoor

সোশ্যাল মিডিয়া থেকে রাহার ছবি সরালেন আলিয়া?

Raha Kapoor Pictures Removed: করিনা কাপুরের পথেই এবার হাঁটলেন আলিয়া ভাট? সন্তানের সুরক্ষার স্বার্থে তৈমুর-জেহর ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছেন নবাব বেগম। সোশ্যাল মিডিয়া থেকে একমাত্র কন্যা রাহা কাপুরের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া? যে ছবিগুলোতে স্টার কিডের মুখ স্পষ্ট সেগুলোই সরিয়ে দিয়েছেন তারকা মম আলিয়া ভাট! মিডিয়া রিপোর্ট মোতাবেক,  আলিয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সব ফটো সরিয়ে নিয়েছেন। অভিনেত্রীর ফলোয়ার্সদের নজরে বিষয়টি আসতেই শোরগোল নেটপাড়ায়। ইন্ডাস্ট্রির কানাঘুষো, করিনার মতোই রণবীর-আলিয়াও রাহার ছবিতে 'না' বলেছেন সেলেব পাপারাৎজ্জিদের। উল্লেখ্য, আলিয়ার প্রোফাইলে এখন ছোট্ট রাহার কোনও ছবিও দেখা যাচ্ছ না। 

Advertisment

সম্প্রতি প্যাপেদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে আলিয়া হেঁটে যাচ্ছেন এবং চিত্রসাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার অনুরোধ করেন। তবে প্যাপেদের সঙ্গে তাঁর কী কথা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে আলিয়ার অনুরাগীদের অনুমান, রাহার ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেন অভিনেত্রী আলিয়া ভাট। হঠাৎ এইরকম সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে সইফ কাণ্ডের আতঙ্ক? প্রসঙ্গত, ছোটে নবাবের উপর ছুরিকাঘাতের ঘটনার পরই পাপারাৎজ্জিদের জন্য কিছু নিয়মাবলি বেঁধে দিয়েছেন করিনা কাপুর খান। অ্যাপার্টমেন্টের নীচে সর্বদা পাপারাৎজ্জিদের ভিড় করা বারণ। জেহ-তৈমুরের ছবিতে 'না'। 

Advertisment

বাবা রণধীর কাপুরের জন্মদিনেও সেলেব প্যাপেরা করিনার ছবি তুলতে এলে আরও একবার তাঁদের সেই কথা স্মরণ করিয়ে দেন তিনি। এবার করিনাকে পথই অনুসরণ করলেন আরও এক সেলেব মম আলিয়া ভাট। ২০২২ সালে রণবীর-আলিয়ার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান রাহা কাপুর। মেয়ের জন্মের পর ছোট্ট সোনাকে লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন। ২০২৩-এ ক্রিসমাসে রাহার মুখদর্শন করিয়ে সকলকে সারপ্রাইজ দিয়েছিলেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। মেয়েকে নিয়ে নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন আলিয়া। ছোট্ট রাহ৪া পাপারাৎজ্জিদের ফেভারিট সে কথা অস্বীকার করার উপায় নেই। প্যাপেদের দিকে তাকিয়ে রাহার হাসিমুখের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, লেটেস্ট আপডেট অনুযায়ী, আর হয়তো সোশ্যাল মিডিয়ায় রাহা কাপুরের দেখা মিলবে না। 

bollywood movie ranbir kapoor Bollywood News bollywood actress Ranbir-Alia Bollywood Actor Bollywood Couple aliaa bhatt saif ali khan injury