Alia Bhatt-Bollywood: আগামী ১৫ তারিখ জন্মদিন আলিয়া ভাটের। নায়িকা, একদিকে যেমন বহু মানুষের বেশ পছন্দের, তেমনই দেখা যাচ্ছে কেউ কেউ তাঁকে একদম চোখে সহ্য করতে পারেন না। কিন্তু, এখন আলিয়া নিজের সন্তানের থেকে বেশি কিছুই বোঝেন না। মেয়ের জন্য এত কান্ড করেন তিনি?
আলিয়ার বয়স বাড়লেও মনের দিক থেকে তিনি এখনও বাচ্চা। তাই তো জন্মদিনের আগে, তিনি যেমন সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, তেমনই বরের সঙ্গে তাঁকে কোলে বসে যা করলেন নায়িকা। নায়িকাকে বলতে শোনা গেল, তিনি এখন দিন এবং রাতের মধ্যে ডিউটি ভাগ করে নিয়েছেন। জন্মদিনের আগেই তাঁকে দেখা গেল জীবনের এক সুন্দর অধ্যায় নিয়ে কথা বলতে।
নায়িকার পরনে একদম সাদামাটা পোশাক। কুর্তা পাজামায় আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কেক কেটে জন্মদিন পালন করলেন তিনি। শুধু তাই নয়, পাপারাজ্জিদের সঙ্গে ছবিও তুললেন তিনি। না, কোনও চেয়ারে বসে নয়। বা দূরত্ব মেনটেন করে নয়, বরং আলিয়া ভাট মাটিতে সকলের সঙ্গে বসলেন। সঙ্গে তাঁর বর রণবীর কাপুর। দুজনের হাসি এবং আনন্দ ছিল দেখার মত। সেখানেই, তিনি কীভাবে নিজের জীবনের নানা পর্যায় ভাগ করে নিয়েছেন, সেকথা বললেন...
আলিয়াকে বলতে শোনা গেল রাত দিনের ডিউটি প্রসঙ্গে। বর্তমানে, তিনি সঞ্জয় লীলা বনসালির ছবিতে অভিনয় করছেন। অভিনেত্রী বললেন, আমরা এখন রাতেই বেশি শুটিং করছি। সারাদিন আমরা ব্যস্ত থাকি। দিনের বেলা আমরা শুধুই বাবা মা। আর রাত্রে রাহা ঘুমিয়ে পড়লে, আমাদের সিনেমার প্রতি দায়িত্ব বেড়ে যায়। কিন্তু, এটা অদ্ভুত কম্বিনেশন। কিন্তু, রাতে শুটিং করা অনেক আরামদায়ক। কেন বলছি? তাঁর কারণ, রাতে সবটা ফাঁকা। কেন জানি না, সবটাই নিজের এলাকা বলে মনে হয়। আর, সবটাই খুব শান্ত থাকে। একটা সময় মনে হয়, কেউ ডিস্ট্রাক্ট করার নেই। আমরা ফ্লোরে যাই। নিজেদের মতো থাকি। সিন নিয়ে আলোচনা হয়।" মেয়েকে যাতে সময় দিতে পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। মেয়ে যেন একা ফিল না করে, সেই ভয়েই আলিয়া এই কাজ করছেন।
অভিনেত্রী লাভ এন্ড ওয়ার এর শুটিং করছেন। এই ছবিতে আলিয়া এবং রণবীরের সঙ্গে রয়েছেন ভিকি কৌশলও। দুজনের সঙ্গেই ভিকির এটা দ্বিতীয় কাজ। আলিয়া এবং ভিকি ছিলেন রাজি ছবিতে। অন্যদিকে, রণবীরের সঙ্গে তিনি সঞ্জু ছবিতে অভিনয় করেছিলেন।