scorecardresearch

‘ভালবাসার জয়…’, ‘পাঠানে’র সাফল্যে আনন্দে লাফাচ্ছেন আলিয়া

শাহরুখকে পাঠান বলেই ডাকবেন সেকথাই জানিয়েছিলেন আলিয়া…

pathaan, pathaan movie review, shah rukh khan, pathan movie review, pathaan review, pathan review, pathaan records, deepika padukone, John Abraham, pathaan news, pathaan star rating, Salman Khan, Shah Rukh Salman, শাহরুখ খান, পাঠান, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর
'পাঠানে'র সাফল্যে উচ্ছ্বসিত আলিয়া

‘পাঠানে’র প্রসংশায় পঞ্চমুখ বলি তারকারা। শাহরুখকে নিয়ে উচ্ছ্বসিত সকলে। কিং খানের চারবছর পর বড়পর্দায় কামব্যাক বলে কথা, সারা দেশজুড়ে সেলেব্রেশন তুঙ্গে। যশরাজের অফিসে স্পেশ্যাল স্ক্রিনিং এর ব্যাবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তারকাদের অনেকেই।

আলিয়া ভাটও দেখে ফেলেছেন শাহরুখের ছবি। কিং খানের ভক্তদের মধ্যে আলিয়ার নামও রয়েছে। ‘পাঠান’ দেখে আপ্লুত অভিনেত্রী। ছবি রিলিজের আগেও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। এবার, ছবি দেখে মন্ত্রমুগ্ধ নতুন মা। শাহরুখের স্নেহধন্যা আলিয়া কী বলছেন ‘পাঠান’ প্রসঙ্গে?

আরও পড়ুন [ ‘পাঠান’ একটা ছবি, শ্রী রামের ওপরে নয়…শাহরুখের ছবি প্রসঙ্গে আবারও ঠোঁটকাটা কঙ্গনা! ]

আলিয়া বলছেন, “কি দারুণ ছবি, পুরো ধামাকা! কারণ, ভালবাসার সবসময় জয় হয়”। কঙ্গনার এক্কেবারে উল্টো সুর গাইলেন আলিয়া। শাহরুখ অনুরাগী হিসেবে পাঠানকে শীর্ষে রাখলেন অভিনেত্রী। যদিও, এর আগেই শাহরুখকে ‘পাঠান’ বলেই সম্বোধন করেছিলেন তিনি। ২৫শে জানুয়ারীর পর থেকে শাহরুখকে যে ‘পাঠান’ বলেই ডাকবেন সেকথাও জানিয়েছিলেন।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে ডিয়ার জিন্দেগি ছবিতে কাজ করেছেন আলিয়া। প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে এই সিনেমা নিষিদ্ধ করতে হিন্দু সংগঠনগুলির বয়কটের ডাক দিয়েছিল। একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। মুক্তির দিনও মেলেনি ছাড়! বিহারের এক সিনেমাহলে ছেঁড়া হয়েছে শাহরুখের পোস্টার। ভোপালে সাতসকালে বন্ধ করে দেওয়া হয়েছে শো। কর্ণাটকের এক প্রেক্ষাগৃহে পাথরবৃষ্টি করেছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মধ্যপ্রদেশেও বিক্ষোভ দেখা দিয়েছে ‘পাঠান’ নিয়ে। তবে সমস্ত বিতর্ক, রাজনীতিকে ছাপিয়ে হইহই করে চলছে শাহরুখ খানের ‘পাঠান’।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Alia bhatt reviews pathaan heart emojis for shah rukh