/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/alia-bhatt-rumoured-boyfriend-ranbir-kapoor-ayan-mukherji-brahmastra-759.jpg)
বলিউডে কান পাতলেই গুজব শোনা যায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে
আজকাল বলিউডে কান পাতলেই গুজব শোনা যায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে। সোমবার, আলিয়া ভাট নিজের একটি ক্যান্ডিট ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও। আসলে ছবিটা ছিল ব্রহ্মাস্ত্র-র সেটের। প্রথমবার রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আলিয়া।
ছবিটা শেয়ার করে তিনি ক্যাপশনে লিখলেন, "কোন চিন্তা নেই আমাদের ছবির বাকি দিনগুলোতে"। তবে আলিয়া যেভাবে রণবীরের দিকে তাকিয়ে ছিলেন সেদিকে আপনার চোখ পড়বেই। রণবীর আর অয়নের হাতে ছিল বার্থডে বেলুন।
View this post on InstagramIt means no worries, for the rest of your dayssss...hakuna matata ????????
A post shared by Alia ✨⭐️ (@aliaabhatt) on
ছোট বিরতির পর আবার বুলগেরিয়ায় শুটিংয়ে ফিরেছেন রণবীর-আলিয়া। তবে কিছুদিন আগেই বুলগেরিয়ায় আলিয়া ভাট এবং রণবীর কাপুরের শুটিং ফ্লোরে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এসেছিলেন বুলগেরিয়ার প্রসিডেন্ট রুমেন রাদেভও। ধর্মা প্রোডাকশনের ‘ব্রহ্মাস্ত্র’ ছবি তিনটি পর্বে তৈরি হচ্ছে। অমিতাভ বচ্চন ও নাগার্জুনও অভিনয় করেছেন এই ছবিতে। ২০১৯ -এর অগাস্টে মুক্তি পাবে এই ছবি। মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে।
এর আগে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ঋষি কাপুর। বলেছেন, এটা সম্পূর্ণ রণবীরের সিন্ধান্ত যে ও কাকে বিয়ে করতে চায়।
আরও পড়ুন, বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
‘ব্রহ্মাস্ত্রর’ পর ‘কলঙ্ক’ ছবিতে বরুন ধাওয়ানের সঙ্গে কাজ করছেন আলিয়া। জোয়া আখতারের ‘গললি বয়’ ছবিতেও রয়েছেন রণবীর সিংয়ের বিপরীতে। অন্যদিকে যশ রাজ ফিল্মসের ‘শামসেরা’ ছবিতে ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।