মেয়ে রাহা হওয়ার পর থেকে বেশ কিছুটা ইন্ডাস্ট্রি থেকে দূরেই রয়েছেন আলিয়া। যদিও, শুটিং চলছে জোরকদমে। সামনেই হলিউডে পা রাখতে চলেছেন তিনি। এখন মেয়েকে নিয়ে চরম ব্যস্ততা। এই সপ্তাহেই ছয় মাসের রাহার থেকে এক নিদারুণ উপহার পেয়েছেন তিনি। সেটি কী?
অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন সেই কথা। মেয়ের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। ছয়মাসের কন্যার থেকে তিনি কী উপহার পেলেন? আলিয়া বললেন…”আমার মেয়েকে যখন এখন খাওয়াতে বসি তখন ও যেভাবে আমার দিকে তাকায়।” খুদে রাহা মায়ের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটায় খাওয়া উপলক্ষে। অভিনেত্রীর কথায়, “ও আমার মুখে হাত বোলানো শুরু করেছে। আমার মনে হয়, এটা এক অদ্ভুত সুন্দর অনুভূতি। কারণ আমি যখন ওকে খাওয়াই, ও মাথা তুলে তাকায় আমার দিকে। তারপর হাত বোলাতে শুরু করে। এটা একটা রোমান্টিক মুহূর্ত আমাদের মা মেয়ের মধ্যে। এই যে শেষ কিছুদিন ধরে এটা হচ্ছে, আমার যে কি আনন্দ হচ্ছে।”
আলিয়া শুটিং শেষ করেছেন রকি আউর রানী কী প্রেম কাহানী ছবির। কিন্তু এখানেই শেষ না। এখন সামনে প্রমোশনে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। কেরিয়ারে কিছুটা আলগা দিয়েছেন বটে, তবে সামনে আরও নতুন ছবিতে দেখা যাবে। গাঙ্গুবাই ছবির কারণে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি।
উল্লেখ্য, সাক্ষাৎকারে মেয়ে হওয়ার পর কেরিয়ারের কী অবস্থা প্রসঙ্গে বলতে গিয়েই আবেগঘন আলিয়া। তিনি বলছেন, “আমায় সকলে জিজ্ঞেস করে মেয়ে হয়েছে এবার নিশ্চই একটি ব্যাঘাত ঘটবে। জানি না কেন, এখন পুরুষ মানুষকে তাঁর কেরিয়ারের উচ্চতায় সন্তান হলে এই নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করে না। আমাদের ক্ষেত্রেই এই প্রশ্নটা শুনতে হয়। দশবছর কাজ করেছি, এখন মনে হতেই পারে যে মা হয়ে দায়িত্ব পালনের সময় এসেছে। তবে যাই করব, ভালবাসার সঙ্গে করব। তবে, মা হওয়ার বিষয়টা অথবা এই সিদ্ধান্তটা নিতান্তই আমার একার। আমি খুশি এবং আনন্দিত।”