Advertisment
Presenting Partner
Desktop GIF

জীবনের প্রথম প্রেম এনে দিয়েছিলেন সিদ্ধার্থই, আজও তাঁর কাছে কৃতজ্ঞ আলিয়া

সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এখনও চর্চা হয়, তাঁর মাঝেই আলিয়া বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
alia bhatt said her first love brought by siddharth

আলিয়া-সিদ্ধার্থ

অনেকেই বলেন, তাঁদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল। একইসঙ্গে পর্দায় এসেছিলেন দুই তারকা। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবি থেকেই তাঁদের বন্ধুত্ব। তারপর আরেকটি ছবিতেও একসঙ্গে দেখা দিয়েছে। প্রসঙ্গে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা।

Advertisment

দুজনের বন্ধুত্ব আজও বেশ নজর কাড়ে সকলের। শুধু তাই না, কিছুদিন আগেই আরেক বন্ধু বরুনের সঙ্গে সিদ্ধার্থ এসেছিলেন কফি উইথ করণে। সেখানেও নতুন পুরনো নানা ঘটনার উত্থাপন হয়। আবার অনেকেই বলেন, সিদ্ধার্থ-আলিয়া তাঁদের প্রথম ছবির পর থেকেই নাকি প্রেমের সম্পর্কে ছিলেন।

এবার, আলিয়া এমন কিছু বললেন, যাতে বোঝা যায় সত্যিই দুজনের মধ্যে বেশ অন্যরকম বন্ধুত্ব ছিল। আলিয়ার জীবনের প্রথম ভালবাসা, এনে দিয়েছিলেন সিদ্ধার্থ খোদ। কাছের বন্ধুকে বেঁচে থাকার এক অদ্ভুত রসদ জুগিয়েছিলেন তিনি। সে কারণেই আজও সিডকে ধন্যবাদ দেন তিনি।

কী এমন দিয়েছিলেন সিদ্ধার্থ?

আলিয়ার জীবনের এক বিশেষ উপহার এসেছিল তাঁর তরফে। আলিয়ার প্রথম ভালবাসার সঙ্গে পরিচয় করান তিনি। একথা, অনেকেই জানেন, সিদ্ধার্থ খুব প্রানী ভালবাসেন। পশুপাখিদের প্রতি তাঁর খুব ভালবাসা। আলিয়া বলেন , আমি সিদ্ধার্থকে সবসময় ধন্যবাদ জানাই কারণ, আমার জীবনের প্রথম ভালবাসার সঙ্গে ও পরিচয় করায়। সেটা আর কেউ না বরং আমার বিড়ালটি, এডওয়ার্ড।

আলিয়ার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী সে। এমনকি, তাঁর বিয়েতেও ক্যাট অফ অনার এর ভুমিকা পালন করেছিল সে। আলিয়ার ভালবাসার মধ্যে সেও একজন। আজও অভিনেত্রীর সঙ্গে মাঝেমধ্যেই তাঁকে দেখা যায়। এমনকি, তাঁর নামে আলিয়া নিজের পোশাক ব্র্যান্ড পর্যন্ত খুলেছেন।

tollywood alia bhatt bollywood Siddharth Malhotra Entertainment News
Advertisment