মা হওয়ার পরে অনেককিছুই বদলেছে আলিয়ার জীবনে। একসময় শুধুই সিনেমার দিকে ঝোঁক ছিল অভিনেত্রীর। তবে এখন, কাছের মানুষের তালিকায় যোগ হয়েছেন আরও অনেকেই। সকলকেই সময় দিতে হয়। বলিউডে নিজেকে টিকিয়ে রাখা, এক বিরাট চ্যালেঞ্জ, কী বলছেন তিনি?
মা হওয়ার পড়ে কেরিয়ারে দাঁড়ি টেনেছেন কিংবা সিনেমায় অভিনয় কমিয়ে দিয়েছেন এমন উদাহরণ কম নেই। আলিয়ার শাশুড়ি নিতু সিং হোক অথবা ঐশ্বর্য্য রাই বচ্চন – সেই তালিকায় রয়েছেন অনেকে। অনুষ্কা শর্মা নিজেও বেশকিছুদিন কাজ থেকে দূরে ছিলেন। আলিয়ার পক্ষে সম্ভব? সেই একইভাবে ইন্ডাস্ট্রিকে সময় দেওয়া? মুখ খুলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন [ ‘টাকা-পয়সা, আত্মবিশ্বাস ফুরোচ্ছিল সবার, ‘পাঠান’ শাহরুখ-ই খেলা ঘোরালেন..’, বললেন শাহিদ ]
সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানান মা হওয়ার পরে অনেক কিছুই বদলেছে। কীভাবে এগোবেন আলিয়া? সেই প্রসঙ্গে নিজেকেও গ্রুম করেছেন তিনি। বললেন.. “আমার জীবনের উদ্দেশ্য এখন বদলে গেছে। নিজেকে প্রতিদিন কিছু না কিছু শেখাই। তবে, এখন আমার মেয়ের থেকে বেশি কোনওদিকে নজর নেই। আমার মেয়ে আমার প্রথম ভালবাসা। তারপর রণবীর রয়েছেন। আর সিনেমার প্রতি আমার যে ভালবাসা সেটা কখনোই কমবে না। বরং, এখন মনে হচ্ছে আমি সিনেমার কোয়ালিটির দিকে ধ্যান দেব। কতগুলো ছবি করলাম, এটা প্রাধান্য পায় না”।
উল্লেখ্য, এই অনুষ্ঠানেই শাহরুখের পাঠান ছবির প্রশংসায় পঞ্চমুখ আলিয়া বরুণ। কিং খানের দলবল যে কামাল করে দিয়েছে একথাও বাতলে দিলেন। বললেন, “মানুষ যা দেখতে চান সেটা তারা পেয়েছেন পাঠানের মধ্যে। আর কি চাই? ভালবাসায় থাকুন। প্রেমে থাকুন”।