তিনি বলিউডের গাঙ্গুবাই! এবারের জাতীয় পুরস্কারে ভূষিত। অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন নিজেকে। হলিউড ডেবিউ করেছেন। কিন্তু, সবসময় তাঁর পরিবারের হাল হকিকত একেবারেই একরকম ছিল না।
পরিচালক মহেশ ভাট এর নাম জড়িয়ে রয়েছে তাঁর সঙ্গে। মহেশ কন্যা হলেও শুরুর দিকে তাঁকে নেপটিজমের আওতায় পড়তে হয়। এমনকি বাবার কারণে সংসারে বেশ সমস্যাও ছিল তাঁদের। আলিয়া জানিয়েছিলেন, এমন এক ঘটনাই। বাবা মহেশ তখন আর্থিকভাবে স্বচ্ছল না। আলিয়া নিজের পরিবারের মধ্যে যে স্ট্রাগল দেখেছিলেন, সেটি নিজেই বর্ণনা করেন সাক্ষাৎকারে। কী বললেন অভিনেত্রী?
আলিয়ার কথায়, "বাবা তখন একটার পর একটা ফ্লপ ছবির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর ওপর ভরসা ছিল না কারওর। পয়সাও ছিল না খুব একটা। তাঁর সঙ্গে মদের সঙ্গে প্রতিদিনের যুদ্ধ করছেন তখন। মদের নেশা ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আমি এমন পরিস্থিতি দেখেছি। আমার বাবা মা এমন চেষ্টা করছিলেন যাতে আমার ওপর কিছু না আসে। তাঁদের সন্তান হওয়ার একটা বিরাট দিক যেন আমরা অনুভব করতে পারি"।
আরও পড়ুন - আলিয়ার বাবা বিভ্রাট! মহেশ ভাট নয়, তাঁকে সন্তান হিসেবে দাবি করলেন আরেক পরিচালক
এখানেই শেষ না। আলিয়ার বাবার সঙ্গে সঙ্গে মায়ের ভূমিকাও ছিল বেশ। ঠিক করে হিন্দি বলতে পারতেন না তারপরেও অভিনেত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছিলেন। আলিয়া বলেন, "একজন লিডিং লেডি না হওয়ার পরেও আমার মা অভিনয় করতে তৎপর হয়েছিলেন। ঠিক করে হিন্দি বলতে পারতেন না। মেইন স্ট্রিম হিরোইন হয়তো হয়ে উঠতে পারেননি। কিন্তু, ভীষণ হার্ড ওয়ার্ক করতেন।"
এখান থেকেই নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন আলিয়া। ছোটবেলা থেকে একটাই ইচ্ছে ছিল নায়িকা হবেন। সঞ্জয় লীলা বনসালির ছবিতে অডিশন দিতেও গিয়েছিলেন। কিন্তু, তখন সুযোগ হয়নি। তারপর, করণ জোহরের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা। এরপরের গল্প সকলের জানা।