Advertisment
Presenting Partner
Desktop GIF

Alia Bhatt: আলিয়া ভাটের একদিক প্যারালাইজড? 'আপনারা তো মেয়েদের বেবিবাম্পেও নজর দেন..', রেগে আগুন অভিনেত্রী..

Alia Bhatt: অভিনেত্রীর চেহারা তুলে নানা কটাক্ষ করা হয়েছে। এমনকি, এমনও বলা হয়েছে তিনি নাকি অদ্ভুত ভাবে কথা বলেন। আলিয়া মেয়েদের দিকে ওঠা সেসব নজরকেও তুলোধোনা করেছেন...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
alia bhatt news

Alia on Plastic Surgery: মেয়েদের চেহারা তুলে কটাক্ষ, আলিয়া বললেন...

অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে আলোচনার শেষ নেই। কেন? একদিকে শেষ কিছুদিনে তিনি যেমন তাঁর বিয়ের লেহেঙ্গা দ্বিতীয়বার পরে তাক লাগিয়েছেন, তেমনই তাঁর নতুন ছবি জিগরা নিয়েও আলোচনার শেষ নেই।

Advertisment

কারণ, এই ছবি আলিয়ার অন্যান্য ছবির মত ব্যবসা করতে পারেনি। কিন্তু, বর্তমানে তিনি অন্য আরেকটি বিষয় নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন। তাঁর চেহারা তুলে কটাক্ষের পাশাপাশি এমনও বলা হয়েছে তিনি একদিকে প্যারালাইজড! তাঁর হাসি থেকে শুরু করে, তাঁর কথা বলার ধরন সব নিয়েই মানুষের কু মন্তব্য শুনতে শুনতে তিনি এবার মুখ খুলেছেন।

অভিনেত্রী নাকি বোটক্স করিয়েছেন। তাঁর মুখে সবটাই সার্জারি? আলিয়া বাকিদের সম্মান বজায় রেখেই বললেন, "আমার বিচার করার কোনও ইচ্ছেই নেই যারা নিজের চেহারায় কসমেটিকস সার্জারি করিয়ে থাকেন। আপনার শরীর আপনার পছন্দ। কিন্তু, এটা কী হচ্ছে? আমি দেখলাম আমার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ক্লেইম করা হয়েছে আমি নাকি বোটক্স করিয়েছি এবং সেটা এখন খারাপ হয়ে গিয়েছে। আপনাদের মতে আমার হাসি সাবলীল না, কিংবা আমার কথা বলার ধরন অদ্ভুত। একজন মানুষের মুখে এহেন পুঙ্খানুপুঙ্খ বিচার করেন আপনারা। এবং এখন তাঁর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন। আপনারা বলছেন, আমার একটা দিক প্যারালাইজড? আপনারা কি মশকরা করছেন আমার সঙ্গে? এগুলো খুব সঙ্গীন বিষয়, আপনারা যে কথাগুলো বলছেন।" 

এখানেই থামলেন না তিনি। অভিনেত্রী আরও অনেককিছু দেখেছেন। তাঁর চেহারা তুলে যেমন কটাক্ষ করা হচ্ছে তেমনই যুব সমাজকে এই নিয়ে ভুল পথ দেখানো হচ্ছে। আবার আলিয়ার নামে ভুল জিনিস পর্যন্ত রটেছে। অভিনেত্রী বললেন, "সবথেকে খারাপ কোনটা জানেন, আপনারা যুবসমাজকে এভাবে অনুপ্রাণিত করতে চাইছেন। এই বস্তাপঁচা বিষয়গুলোকে ক্লিকবেট হিসেবে ব্যবহার করছেন।" 

Alia Bhatt Post: আলিয়ার পোস্ট 

মেয়েদেরকে বিচার করে সমাজ, সরব আলিয়া...

নায়িকাদের যেমন নিজেদের চেহারা, আচরণ, নানা বিষয়ে কথা শুনতে হয়, তেমনই একটা সাধারণ মেয়েও রেহাই পান না। আলিয়া বলছেন, "এবার আসা যাক একজন মেয়েকে কী কী ধরনের নজরে দেখা যায়। তাঁর চেহারা, মুখ, ব্যক্তিগত জীবন, এমনকি আমাদের প্রেগন্যান্সি বাম্প পর্যন্ত। এটা ক্ষতি করছে বিশ্বাস করুন। আমাদের দম বন্ধ হয়ে আসছে।" 

এর পাশাপাশি তিনি আরও বলেন, আপনারা যে বলেছিলেন, "মেয়েদের নিজেদের মত করে বাঁচতে দেবেন? কই গেল? কারওর কি নিজের মত করে বাঁচার অধিকার নেই? থামুন এবার।" 

bollywood bollywood actress aliaa bhatt
Advertisment