Alia Bhatt: আলিয়া ভাট সবসময় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বললেও বারবার তিনি প্রমাণ করেছেন যে তিনি ঠিক কতটা রণবীর কাপুরকে ভালবাসেন। অন ক্যামেরা মিষ্টি মুহূর্ত ভাগ করতে দেখা যায় আলিয়াকে। আর এবার তো বছর শেষে যা বললেন...
বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী, রণবীরের ( Ranbir Kapoor ) সঙ্গে ঘর বেঁধেছেন বছর দুয়েক আগে। তবে, বাবা রণবীরের মধ্যে যে পার্থক্য দেখা গিয়েছে তাতে আলিয়া বেশ মুগ্ধ। অভিনেত্রী নানা সময় তাঁর প্রশংসা করতে ভোলেন না। কিন্তু, প্রেম এবং ভালবাসার এক অদ্ভুত দিক তিনি ডিসকোভার করে ফেলেছেন। সম্পর্কের এতদিন পর তিনি বুঝতে করলেন ভালবাসার আসল অর্থ কী?
বিয়ের আগে যদিও বা বহুবছর একসঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। তখনও বোঝেননি প্রেমের আসল অর্থ কী? আজ সমাজ মাধ্যমে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে আলিয়া লিখছেন, এটাই সত্যিই। কোন বিষয়কে প্রেমের সর্বোচ্চ সত্যি হিসেবে উল্লেখ করেছেন তিনি। আসলে একটি পোস্ট শেয়ার করেছেন। যদিও বা রণবীরের আচরণ মাঝে মধ্যে অনেকেই পছন্দ করেন না। কেউ কেউ এমনও দাবি করেন আলিয়ার জন্য রনবীর একেবারেই পারফেক্ট নন।
আলিয়া যে পোস্ট শেয়ার করেছেন সেখানে লেখা, ৭০% প্রেম ঠিক এমনই যে আপনি কাউকে প্রচণ্ড মিস করছেন। আর সেই পোস্ট শেয়ার করে আলিয়া লিখছেন, "এর থেকে বড় সত্যি আর কিছু নেই।" অভিনেত্রীর এই পোস্ট প্রশ্ন এমন তুলছে যে তাহলে কি রণবীরকে অতিরিক্ত বেশি মিস করছেন তিনি? যদিও, একথা অনেকের জানা, সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে রণবীর ভিকি এবং আলিয়া একসঙ্গে কাজ করছেন। এবং এই ডিসেম্বর থেকে তাঁর শুটিং শুরু করার কথা ভিকি এবং রণবীরের সঙ্গে।
/indian-express-bangla/media/post_attachments/ceaacf84-d12.png)
উল্লেখ্য, এবছর আলিয়ার জন্য খুব একটা সুখকর ছিল না। জিগরা ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি। অন্যদিকে, রণবীর কাপুরের এবছর ছবি রিলিজ না করলেও তিনি রামায়ণের কাজ নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন।