/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/alia3.jpg)
Alia-Ranbir: বিয়ের আগেই সহবাস নিয়ে কী বললেন আলিয়া? / ইনস্টা
বিয়ের আগে লিভ ইন, কিংবা সহবাস বলিউডের কাছে এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। অনেক তারকাই বিয়ের আগে একসঙ্গে থাকতেন। কেউ কেউ বিচ্ছেদের মুখ দেখেছেন আবার কেউ কেউ ছাদনাতলায় পৌঁছেছেন। কিন্তু রণবীর ( Ranbir Kapoor ) আলিয়া ( Alia Bhatt ) সেই তালিকায় হিটলিস্টে!
দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। বহুদিন লিভ ইন করার পর বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও, পরবর্তিতে যখন আলিয়া বিয়ের দুমাসের মধ্যেই অন্তঃসত্বা হওয়ার খবর জানান তখন, অনেকেই সন্দেহ করেছিলেন হয়তো তিনি বিয়ের আগেই অন্তঃসত্বা। ঠিক তাঁর সাত মাসের মাথায় মেয়ের জন্মের পর দুইয়ে দুইয়ে চার করেন ভক্তরা। একসঙ্গে থাকতে থাকতেই যে বিয়ের আগে অভিনেত্রী সন্তান আসার আভাস পেয়েছিলেন একথা একেবারেই পরিষ্কার।
তারপরেই একদম কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। কিন্তু, বিয়ের আগেই যে তিনি অন্তঃসত্বা এই নিয়ে কম জলঘোলা হয়নি। অতঃপর, মুখ খুলতে বাধ্য হলেন নায়িকা। একসঙ্গে বিয়ের আগে থাকা অপরাধ নয়। বিশেষ করে যখন কেউ বিয়ের চিন্তা ভাবনা মনে ঠিক করে ফেলেন তখন তো না - ই। তিনি বললেন...
আরও পড়ুন - Alia Bhatt: জন্মদিনেই ফাঁস আসল কথা, আলিয়ার অভিনেত্রী হওয়ার নেপথ্যে রহস্য ছিল বিরাট…
কী বললেন আলিয়া? ( What Was Alia's Statement )
"একসঙ্গে থাকার সুযোগ পেলে কেউ কেন থাকবে না। আমরা তো জানতাম, একসঙ্গে থাকতে শুরু করলেই একটা ভাল অভ্যাস তৈরি হয়। আর, আমরা বিয়ে করব জেনেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু এরপর করোনা এল। সবটা পিছিয়ে গেল। তখন আরও বেশি করে একসঙ্গে থাকতে শুরু করলাম। ভাবলাম, বাকি বিষয় পরে দেখব।"
উল্লেখ্য, আলিয়ার যে রণবীরের ওপর আলাদা ভাললাগা রয়েছে সেকথা তিনি আগেই জানিয়েছিলেন। ব্রহ্মাস্ত্র ছবির শুটিং এর সময় থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব এবং সেটি আরও গাঢ় হতে থাকে দিনের পর দিন। ফলেই, আর তারা সম্পর্কের পরিণতি দিতে দেরি করেননি।