Alia Select Baby Boy Name: ২০২২-এর ৬ নভেম্বর রণবীর-আলিয়ার জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান রাহা। দেখতে দেখতে দু'বছর বয়স হয়ে গেল রণলীয়ার একমাত্র রাজকন্যার। গুটি গুটি পায়ে রাহা একটু বড় হতেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারকা দম্পতি? রাহার জন্য এবার ভাই আনতে চান রণবীর-আলিয়া! নামও ঠিক করে রাখা আছে। সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে এসে হাঁড়ির খবর ফাঁস করলেন মহেশ কন্যা আলিয়া ভাট। শাশুড়ি মায়ের পছন্দ মতো মেয়ের নাম রাহা রেখেছেন রণবীর-আলিয়া। এর পিছনে রয়েছে একটা লম্বা কাহিনি। পডকাস্টে এসে সেই গল্প শোনালেন রণবীর ঘরণী।
আলিয়া বলেন, 'আমি আর রণবীর যখন মা-বাবা হিসেবে খুবই উচ্ছ্বসিত ছিলাম। সেই সময় পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হবু সন্তানের জন্য নাম ঠিক করতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকেই সন্তানের নামকরণ নিয়ে প্রস্তুত থাকতে পারি। ওঁরা ছেলে-মেয়ে দুজনের জন্যই অনেকগুলো নাম আমাদের পছন্দ করার জন্য বলেছিলেন। আমরা তাই নিজেরা সন্তানের নাম নিয়ে একেবারে মাথা ঘামাইনি। পুত্র সন্তানের জন্য একটা নাম আমার খুবব পছন্দ হয়েছিল। কিন্তু, সেটা এখন বলব না।'
পারিবারিক গ্রুপ থেকেই হয়েছে নামবাছাই। সকলের পছন্দ করা নামের মধ্যে থেকে রাহা নামটা সিলেক্ট করেছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'রাহা কিন্তু, বেশ ভাল। আমি যেহেতু ছেলের জন্য একটা নাম পছন্দ করেছিলাম তাই উনি বলেছিলেন ভবিষ্যতে যদি কখনও পুত্র সন্তান হয় তাহলেও রাহা নামটা ওই নামের সঙ্গে বেশ ভাল মানাবে। যদি একটি কন্যা ও একটি পুত্র সন্তান হয় তাহলে এই দুটো নামই হবে পারফেক্ট কম্বিনেশন। আমি আর রণবীর তখনই রাহা নামটাই চূড়ান্ত করে ফেললাম। ছেলেরও জন্য আমরা দুটো আর মেয়ের জন্য একটা নাম ঠিক করেছিলাম।'
সোশ্যাল মিডিয়ায় বেশ অভিনব কায়দায় মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন রণবীর-আলিয়া। তখনই অবশ্য বলেছিলেন এই নামটা তাঁরল ঠাম্মির পছন্দ করা। এবার নামকরণের পিছনের কাহিনিটা বললেন তারকা মম আলিয়া ভাট। জয় শেট্টি রাহা নামের অর্থ জানতে চাইলে আলিয়া বলেন, 'রাহা মানে শান্তি, আনন্দ যা ও আমাদের জীবনে এনেছে।'